• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিংয়ের লড়াই বিকেলে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০২১, ১১:৩০ এএম
বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিংয়ের লড়াই বিকেলে

ফাইল ফটো

ঢাকা: ওয়ালটন ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ আজ রোববার। বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও প্রথমবারের মতো ফাইনালে ওঠা সাইফ স্পোর্টিং ক্লাব।  

বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। দেখা যাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফেসবুক পেইজেও।

দুই দলই অপরাজিত থেকে উঠেছে ফাইনালের মঞ্চে। সেমিফাইনালে শক্তিশালী আবাহনী লিমিটেডকে হারিয়ে ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস।

এদিকে বসুন্ধরা কিংসকে এক বাক্যে ফেভারিট বলে সাইফ স্পোর্টিং ক্লাবের কোচ পল জোসেফ পুট। অপরদিকে বসুন্ধরা কিংসের কোচ সাইফ স্পোর্টিংকে শক্তিশালী দল হিসেবে উল্লেখ করেছেন। 

ওয়ালটন ৩২তম ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ৫ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও ৩ লাখ টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া অংশ নেওয়া প্রত্যেক দলকে ২ লাখ টাকা করে অংশগ্রহণ ফি দেওয়া হবে। থাকছে ম্যাচসেরাসহ টুর্নামেন্ট সেরার পুরস্কার।

এবারের ওয়ালটন ফেডারেশন কাপের পাওয়ার স্পন্সর হিসেবে আছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। কো-স্পন্সর হিসেবে আছে আইএফআইসি ব্যাংক লিমিটেড।

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School
Link copied!