• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ফেডারেশন কাপ ফাইনাল দেখতে গ্যালারীতে হাজারও দর্শক


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১০, ২০২১, ০৪:৩১ পিএম
ফেডারেশন কাপ ফাইনাল দেখতে গ্যালারীতে হাজারও দর্শক

সংগৃহীত

ঢাকা : বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও প্রথমবারের মতো ফাইনালে ওঠা সাইফ স্পোর্টিং ক্লাব। বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফেসবুক পেইজেও।

করোনার জন্য স্বাস্থ্য মন্ত্রনালয় ও বাফুফের দর্শকদের প্রবেশাধিকার সীমিত করেছে। এরপরও ফাইনাল ম্যাচে কয়েক হাজার দর্শকের উপস্থিতি রয়েছে। যেটা করোনা সময়ের মধ্যে বেশ উল্লেখযোগ্যই।

বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং দেশের ফুটবলে পেশাদারিত্ব আনার চেষ্টা করছে। সাইফ ফাইনালে আবাহনী গ্যালারীকে নিজেদের হিসেবে বেছে নিয়েছে। অন্যদিকে তাদের প্রতিপক্ষ বসুন্ধরা পশ্চিম পাশের আরেক গ্যালারী মোহামেডানকে পছন্দ করেছে। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান নিজেও মোহামেডানরে পাড় সমর্থক।

দুই গ্যালারিতেই সমর্থকরা নিজ নিজ ক্লাবের জার্সি ও মাফলার পরে এসেছেন। দুই ক্লাবের পতাকা উড়ানোর পাশাপাশি বাদ্য-বাজনা বাজিয়ে পুরোপুরি ফাইনালের আবহ তৈরি করেছেন সমর্থকরা। বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং দুই দলই ঘণ্টা দুই আগে স্টেডিয়ামে এসেছে। সাইফ স্পোর্টিং ক্লাব সেমিফাইনালের আগের দিন থেকে স্টেডিয়াম সংলগ্ন হোটেলে থাকছে জ্যাম এড়াতে। বসুন্ধরা কিংস অবশ্য তাদের বসুন্ধরা ক্যাম্প থেকেই এসেছে।

বসুন্ধরা কিংস: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, মাসুক মিয়া জনি, জোনাথন ফার্নান্দেস, রাউল অস্কার, রবসন আজেবেদু, বিশ্বনাথ ঘোষ, ইব্রাহিম, মতিন মিয়া, খালেদ শাফি, রিমন হোসেন।

সাইফ স্পোর্টিং : পাপ্পু হোসেন ( গোলরক্ষক ), ইয়াসিন আরাফাত, রহমত মিয়া, সিরাজউদ্দিন রহমতুল্লায়েভ, রিয়াদুল হাসান রাফি, জন ওকোলি, শাহেদুল আলম শাহেদ, ইমানুয়েল, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ আরিফুর রহমান, কেনেত।

রেফারি: জালাল উদ্দিন।

শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা চলছে। তবে কোন দল এখনও গোল করতে পারেনি। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!