• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
ফেডারেশন কাপ

টানা দ্বিতীয় শিরোপা জিতলো বসুন্ধরা কিংস


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১০, ২০২১, ০৬:১১ পিএম
টানা দ্বিতীয় শিরোপা জিতলো বসুন্ধরা কিংস

সংগৃহীত

ঢাকা : বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতলো বসুন্ধরা কিংস। এর ফলে টানা দ্বিতীয়বার ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুললো বসুন্ধরা কিংস।

রোববার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে বসুন্ধরা কিংস ১-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে।

বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ম্যাচের ৫২ মিনিটে ব্রাজিলিয়ান রবসন সিলভার মাঝমাঠ থেকে বাড়ানো বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে গোল করেন আর্জেন্টাইন রাউল অস্কার বেচেরা।

এদিন দুই গ্যালারিতেই সমর্থকরা নিজ নিজ ক্লাবের জার্সি ও মাফলার পরে এসেছেন। দুই ক্লাবের পতাকা উড়ানোর পাশাপাশি বাদ্য-বাজনা বাজিয়ে পুরোপুরি ফাইনালের আবহ তৈরি করেছেন সমর্থকরা। বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং দুই দলই ঘণ্টা দুই আগে স্টেডিয়ামে এসেছে। সাইফ স্পোর্টিং ক্লাব সেমিফাইনালের আগের দিন থেকে স্টেডিয়াম সংলগ্ন হোটেলে থাকছে জ্যাম এড়াতে। বসুন্ধরা কিংস অবশ্য তাদের বসুন্ধরা ক্যাম্প থেকেই এসেছে।

বসুন্ধরা কিংস: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, মাসুক মিয়া জনি, জোনাথন ফার্নান্দেস, রাউল অস্কার, রবসন আজেবেদু, বিশ্বনাথ ঘোষ, ইব্রাহিম, মতিন মিয়া, খালেদ শাফি, রিমন হোসেন।

সাইফ স্পোর্টিং : পাপ্পু হোসেন ( গোলরক্ষক ), ইয়াসিন আরাফাত, রহমত মিয়া, সিরাজউদ্দিন রহমতুল্লায়েভ, রিয়াদুল হাসান রাফি, জন ওকোলি, শাহেদুল আলম শাহেদ, ইমানুয়েল, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ আরিফুর রহমান, কেনেত।

রেফারি: জালাল উদ্দিন। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!