• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড রোনালদোর


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১১, ২০২১, ০২:২৬ পিএম
ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড রোনালদোর

ঢাকা : সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করার পাশাপাশি দলকে বড় জয় উপহার দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইনজুরি টাইমে তার গোলে সাসুওলোকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। কাগজ কলমের হিসেবে ক্লাব ও জাতীয় দলের হয়ে এখন রোনালদোর চেয়ে বেশী গোল কেউ করেননি।

এটি রোনালদোর ৭৫৯ তম গোল। চেক রিপাবলিকের জোসেফ বিকানের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি। এ রেকর্ড শুধু একার করে নিতে আর একটি গোল করতে হবে রোনালদোকে। জোসেফ বিকান ১৯৩১ সাল থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ফুটবল খেলেন। কিন্তু ৩৫ বছর বয়স্ক রোনালদো এখনও তার সেরা ফর্মে রয়েছেন।

এ ম্যাচে জুভেন্টাসের হয়ে অন্যদুটি গোল করেছেন দানিলো ও অ্যারন রামসে। সাসুওলোর হয়ে একটি গোল করেন গ্রেগয়ার ডেফ্রেল। এ ম্যাচে খুব ভাল খেলেনি জুভেন্টাস। কিন্তু তিন পয়েন্ট নিশ্চিত হয়েছে তাদের। পয়েন্ট টেবিলের চারেও উঠে এসেছে দলটি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!