• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

বৃষ্টির পর মাঠে ফিরেই ফের উইকেট পেল মুস্তাফিজ  


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২০, ২০২১, ০১:১৪ পিএম
বৃষ্টির পর মাঠে ফিরেই ফের উইকেট পেল মুস্তাফিজ  

ফাইল ফটো

ঢাকা: করোনার কারণে থেমে থাকার প্রায় এক বছর পর মাঠে ফিরল টাইগাররা। বুধবার (২০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হানা দিয়েছে বৃষ্টি। এর আগে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে তামিম ইকবালের দল।

এদিন ম্যাচ শুরুর মাত্র ৩ ওভার ৩ বল শেষে মাঠে বৃষ্টি হানা দেয়। পরে প্রায় ১ ঘণ্টা পর আবার খেলা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ২৬ রান সংগ্রহ করেছে সফরকারী ক্যারিবিয়ান দলটি। ৮ রান নিয়ে ব্যাট করছেন ম্যাকার্থি এবং ৩ রান নিয়ে ব্যাট করছেন জেসন মোহাম্মদ।

বাংলাদেশের হয়ে মাত্র ৯ রানের মাথায় নিজের প্রথম ওভারেই সুনিল এমব্রিজের উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। পরে বৃষ্টির পর জশুয়া ডি সিলভাকেও ফিরিয়েছেন সেই মোস্তাফিজুর রহমান। 

সাধারণত বাংলাদেশে ডে-নাইট ম্যাচ শুরু হয় দুপুর একটা বা দেড়টার দিকে। কিন্তু কুয়াশার কথা মাথায় রেখে এবারের ওয়ানডে সিরিজ শুরুর সময় বেলা সাড়ে ১১টায় নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে হিসেবে টস হয়েছে বেলা ১১টায়। টসে ভাগ্য কথা বলেছে বাংলাদেশের দিকে। উইকেট ও আবহাওয়ার কথা মাথার রেখে নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।  

বুধবার ম্যাচ দিয়েই দেশের ১৪তম ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। যদিও তিনি নেতৃত্ব পেয়েছিলেন বেশ আগেই। কিন্তু করোনার কারণে দীর্ঘ সময় টাইগাররা আন্তর্জাতিক ক্রিকেটে বাইরে থাকায় নিজের দায়িত্ব বুঝে নিতে পারেননি এ ওপেনার।

এদিকে ক্যালেন্ডারের পাতায় পাক্কা ৩১৩ দিন পর মাঠে ফিরল টাইগাররা। আর তাই বাঁধভাঙা উচ্ছ্বাস ক্রিকেট ভক্তদের মাঝে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। উইন্ডিজদের হারিয়ে প্রত্যাবর্তনটা হবে রাজকীয়। এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। তবে, দর্শকদের আক্ষেপ আছে মাঠে বসে খেলা দেখতে না পারায়।

ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর কোনোদিন এতগুলো দিন ক্রিকেট ছাড়া থাকেননি খেলোয়াড়রা। প্রায় এক বছর পর দর্শকরা তামিমের পাওয়ার শট, ব্যাটে-বলে সব্যসাচী সাকিবকে দেখতে উন্মুখ। অসুস্থ পৃথিবীর মাঝে লাল-সবুজদের ক্রিকেট ফেরায় সবচেয়ে খুশি তারাই।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান, হাসান মাহামুদ, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!