• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

চট্টগ্রামে দুই দল, শেষ ওয়ানডে সোমবার


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৩, ২০২১, ০৮:০৪ পিএম
চট্টগ্রামে দুই দল, শেষ ওয়ানডে সোমবার

সংগৃহীত

ঢাকা : ঢাকায় দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দল। চলমান ‘বঙ্গবন্ধু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২১’ এর চট্টগ্রাম পর্বের একটি ওয়ানডে ও দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে বন্দরনগরীতে পৌঁছেছে দুই দেশের ক্রিকেট দল।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খেলোয়াড়রা চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এসে পৌঁছান।

এর আগে দুপুর ১২টার দিকে বিশেষ বিমানে চড়ে তারা চট্টগ্রামের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানায়, আগামীকাল রোববার (২৪ জানুয়ারি) দুই দলের ক্রিকেটাররা অনুশীলনে অংশ নেবেন। ২৫ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে তারা। ঢাকায় এই দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দল।

এছাড়া আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। এরপর ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!