• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ফেব্রুয়ারির মধ্যে টিকা পাবেন ক্রিকেটাররা


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৮, ২০২১, ০৩:৩৯ পিএম
ফেব্রুয়ারির মধ্যে টিকা পাবেন ক্রিকেটাররা

ফাইল ছবি

ঢাকা : মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম এরই মধ্যে বাংলাদেশ শুরু হয়ে গেছে। বুধবার (২৭ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এদিকে ফেব্রুয়ারির মাঝে ক্রিকেটাররা ভ্যাকসিন পেয়ে যাবেন বলে জানা গেছে। বাংলাদেশে ভ্যাকসিন আসতে শুরু করার পর অগ্রাধিকার ভিত্তিতে কাদেরকে সেটা দেয়া হবে তার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। বিভিন্ন পর্যায় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভ্যাকসিন চাওয়া হচ্ছে। 

এমতাবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, ফেব্রুয়ারির মাঝেই জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়া শেষ করবে। বুধবার বিসিবির কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

করোনার কারণে গত বছর মার্চ থেকে দেশের ক্রিকেট পুরোপুরি বন্ধ হয়ে যায়। গত সেপ্টেম্বর-অক্টোবর থেকে সীমিত পরিসরে আবারো ক্রিকেট ফেরানো হয়েছে। সবই হয়েছে কঠোর করোনা প্রটোকল মেনে। ক্রিকেটার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জৈব সুরক্ষা বলয়ের ভেতর রেখে ফিরেছে মাঠের ক্রিকেট।

ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়ার পর ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম চালু করতে চাচ্ছে বিসিবি। মূলত এ কারণেই বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় আগামি ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!