• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

নতুন চমক রেখে পাকিস্তানের টি-২০ দল ঘোষণা


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৩১, ২০২১, ০৫:৫৫ পিএম
নতুন চমক রেখে পাকিস্তানের টি-২০ দল ঘোষণা

ফাইল ছবি

ঢাকা : আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সিরিজের প্রতিটি ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান।

রোববার (৩১ জানুয়ারি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের ২০ সদস্যের নাম ঘোষণা করেন।

তবে এই দলে বাদ পড়েছেন বড় অনেক তারকা। এই দলে মোহাম্মদ হাফিজ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, ফখর জামান ও ওহাব রিয়াজের মতো সিনিয়র ও অভিজ্ঞদের বাদ দেওয়া হয়েছে।

সর্বশেষ নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি খেলা পাকিস্তান ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল। শাদাবের নেতৃত্বে সেবার হাফিজ দারুণ ব্যাটিং করেছিলেন। কিন্তু এবারের এই দলে প্রধান নির্বাচক মোহাম্মদ আকরাম চার নতুন মুখের নাম জানিয়েছেন।

এরা হলেন, বাঁহাতি স্পিনার জাফর গোহার, বোলিং অলরাউন্ডার আমাদ বাট, অলরাউন্ডার দানিশ আজিজ ও লেগস্পিনার জাহিদ মেহমুদ।

পাকিস্তান টি-২০ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আমির ইয়ামিন, আমাদ বাট, আসিফ আলী, দানিশ আজিজ, ফাহিম আশরাফ, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, হুসেন তালাত, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহীন আফ্রিদি, উসমান কাদির, জাফর গোহার, জাহিদ মেহমুদ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!