• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

সুযোগ হাতছাড়া করলেন আফিফ


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৩, ২০২১, ০৯:২১ পিএম
সুযোগ হাতছাড়া করলেন আফিফ

সংগৃহীত

ঢাকা : লক্ষ্য ছিল ১০৫ রানের। টম মুরেসের দারুণ ব্যাটিংয়ে জয়ের পথে ভালোভাবেই ছিল বাংলা টাইগার্স। আফিফ নেমেছিলেন ছয় নম্বরে। ১২ বলে দরকার ২৩ রান। টি-টেন ক্রিকেটে কঠিন লক্ষ্য নয় মোটেই। আগের ব্যাটসম্যানরা জয়ের রাস্তাটা গড়েই দিয়ে গিয়েছিলেন। 

কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময়ে উইকেটে এসে হতাশ করলেন আফিফ হোসেন ধ্রুব। ইংলিশ পেসার ক্রিস জর্ডানকে প্রথম বলেই ক্রস খেলতে গিয়ে বোল্ড হয়ে গেলেন বাংলাদেশি অলরাউন্ডার। ফিরলেন ‘গোল্ডেন ডাক’-এ। আফিফের এমন আউট আফসোস বাড়ালো।

কেননা আবুধাবিতে সুপার লিগের ম্যাচটি শেষ পর্যন্ত আর জিততে পারেনি তাদের দল বাংলা টাইগার্স। জেতার সম্ভাবনা জাগিয়েও কালান্দার্সের কাছে তারা হেরে গেছে ৭ রানে।

লক্ষ্য ছিল ১০৫ রানের। টম মুরেসের দারুণ ব্যাটিংয়ে জয়ের পথে ভালোভাবেই ছিল বাংলা টাইগার্স। আফিফ নেমেছিলেন ছয় নম্বরে। তিনি ব্যর্থ হয়ে ফেরার পর বাকি ব্যাটসম্যানরাও মুরেসকে সঙ্গ দিতে পারেননি।

ইংলিশ এই ব্যাটসম্যান নিজেও দলকে জিতিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়তে পারেননি। ২১ বলে ২ চার আর ৩ ছক্কায় ৩৯ রান করে ইনিংসে শেষ ওভারের প্রথম বলে মোহাম্মদ জাহিদের শিকার হন তিনি। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৯৭ রানে থামে বাংলা টাইগার্স।

এর আগে অধিনায়ক সোহেল আখতারের ২৮ বলে হার না মানা ৪৯ আর বেন ডাঙ্কের ১৬ বলে ৩১ রানের ইনিংসে ভর করে ৩ উইকেটে ১০৪ রান তুলেছিল কালান্দার্স।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!