• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

দারুণ জয়ে বার্সাকে পেছনে ফেললো রিয়াল


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০২১, ০৮:৪৮ এএম
দারুণ জয়ে বার্সাকে পেছনে ফেললো রিয়াল

ঢাকা: স্প্যানিশ লা লিগায় সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে ঘরের মাঠে তারা ২-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। যদিও এই ম্যাচে ফিটনেসের কারণে খেলতে পারেননি রিয়ালের প্রথম সারির সাতজন খেলোয়াড়। সেই তালিকায় ছিলেন সার্জিও রামোস ও ইডেন হ্যাজার্ডের মতো খেলোয়াড়ও। তারপরও জয় তুলে নিতে খুব একটা বেগ পেতে হয়নি জিনেদিন জিদানের শিষ্যদের।

করিম বেনজেমার অধিনায়কত্বে এদিন ঘরের মাঠে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। এ সময় করিম বেনজেমা গোল পান। বিরতিতে যাওয়ার আগে টনি ক্রুস গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতি থেকে ফিরে ৬০ মিনিটের মাথায় গোলের দেখা পেয়েছিলেন ফারলান্ড মেন্ডিও। কিন্তু সেটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা ভিএআরে অফসাইড ধরা পরে বাদ যায়। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

এই জয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে রিয়াল। ২৩ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৪৯ পয়েন্ট। ২২ ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। ২৩ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট সংগ্রহ করে ভ্যালেন্সিয়া রয়েছে পয়েন্ট টেবিলের ১৩তম স্থানে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!