• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

৭ পেসার নিয়ে কিউইদের উদ্দেশে দেশ ছেড়েছে তামিমরা


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৫:৫৬ পিএম
৭ পেসার নিয়ে কিউইদের উদ্দেশে দেশ ছেড়েছে তামিমরা

সংগৃহীত

ঢাকা : উপমহাদেশের দলগুলোর জন্য নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই কঠিন। তবুও তাদের মাটিতে জয় পাওয়া অসম্ভব নয় বলেই মনে করেন তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে দেশ ছেড়েছেন তামিম-মুশফিকরা।

দেশ ছাড়ার আগে আসন্ন এই সিরিজকে সামনে রেখে নিজেদের পরিকল্পনার কথা খোলাসা করেছেন তামিম ইকবাল। বেশ কয়েকটি সিরিজ খেলে ফেললেও কিউইদের বিপক্ষে এখনও জয় শূন্য বাংলাদেশ। এবার সেই পরিসংখ্যান বদলে দিতে চান বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক।

তামিম বলেন, 'আমরা সবাই জানি যে নিউজিল্যান্ড কন্ডিশন আমাদের জন্য কঠিন। কিন্তু অসম্ভব কিছুই না। আমরা চেষ্টা করব যে জিনিসটা নিউজিল্যান্ডে কোনোদিন অর্জন করিনি, এবার সেটা অর্জন করতে পারি। আমরা আশাবাদী।'

নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই পেসবান্ধব। সেখানে পেসাররাই ম্যাচে মূল পার্থক্য গড়ে দেন। এর ফলে বাংলাদেশও এক ঝাঁক পেসার নিয়ে নিউজিল্যান্ড গেছে। দলে আছেন মোট ৭ পেসার। অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের সঙ্গে আছেন আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও রুবেল হোসেন।

নিউজিল্যান্ড সিরিজের দল : তামিম ইকবাল (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!