• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ  (লাইভ)


ক্রীড়া ডেস্ক মার্চ ১৫, ২০২১, ০৭:৫৪ পিএম
টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ  (লাইভ)

সংগৃহীত

ঢাকা : ভারতে অনুষ্ঠিতব্য রোড সেফটি ওয়ার্ল্ড টি-২০ সিরিজে বাংলাদেশ লিজেন্ডসরা ব্যাট করছে সাউথ আফ্রিকার বিপক্ষে। সোমবার (১৫ মার্চ) বাংলাদেশ সময় ৭.৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়। 

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও রান আউটের শিকার হন মেহরাব হোসেন অপি। ৬ বলে ৯ রান করেন তিনি। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ লিজেন্ডসের সংগ্রাহ ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৪ রান। 

বাংলাদেশ লিজেন্ডস : মোহাম্মদ নাজিমউদ্দিন, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, হান্নান সরকার, রাজিন সালেহ, খালেদ মাসুদ (উইকেট কিপার), মোহাম্মদ রফিক (অধিনায়ক), মুশফিকুর রহমান, খালেদ মাহমুদ, আব্দুর রাজ্জাক, আলমগীর কবির।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!