• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

ফের মাঠের মাঝেই তর্ক শুরু করলেন কোহলি


ক্রীড়া ডেস্ক মার্চ ২১, ২০২১, ০৭:৪৭ পিএম
ফের মাঠের মাঝেই তর্ক শুরু করলেন কোহলি

ছবি : ইন্টারনেট

ঢাকা : বিরাট কোহলির ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরু থেকেই দলটির ক্রিকেটারদের সঙ্গে ঝামেলা চলছিল। টি-২০ সিরিজের শেষ ম্যাচেও তা অব্যাহত ছিল। শনিবার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাক-বিতণ্ডায় জড়িয়েছিলেন জস বাটলারের সঙ্গে। 

ভিডিওতে দেখা যায়, সিরিজের শেষ ম্যাচে আউট হয়ে ফেরার সময় কোহলির উদ্দেশ্যে কিছু বলেছিলেন বাটলার, যা ভারত অধিনায়ক মেনে নিতে পারেননি। পাল্টা উত্তর দিতে গিয়েই দুজনে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন।

ম্যাচে ঠিক যখন ভারতের উপর জাঁকিয়ে বসছিল ইংল্যান্ড, সে সময়েই ফেরেন বাটলার। তখন ইংল্যান্ডের স্কোরবোর্ডে ছিল ১২.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩০ রান। বাটলার আরো কিছুক্ষণ ক্রিজে থাকলে ম্যাচের পরিস্থিতি সহজেই বদলে যেতে পারত। 

তাই বাটলার ফেরার পরে ভারতীয় ক্রিকেটাররা উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। মাঠেই কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময় করেন কোহলি এবং বাটলার। এরপর ইংরেজ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরতে দেখা যায়। পরে আম্পায়ার নীতিন মেননের সঙ্গেও কথা বলেন কোহলি। সম্ভবত বাটলারের সঙ্গে তার কী হয়েছে সেটাই বোঝাচ্ছিলেন। অবশ্য কেউই এ ব্যাপারে শাস্তির মুখোমুখি হয়নি। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!