• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

নিউজিল্যান্ড বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক মার্চ ৩০, ২০২১, ১১:৫১ এএম
নিউজিল্যান্ড বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি : ইন্টারনেট

ঢাকা : নিউজিল্যান্ড চলমান সফর দুঃস্বপ্নের মতো কাটছে বাংলাদেশের। ওয়ানডেতে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা। তিন ম্যাচের টি-টোয়েন্টির প্রথম ম্যাচেও লড়াই জমাতে পারেনি বাংলাদেশ।

সিরিজ বাঁচানোর লক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড মুখোমুখি বাংলাদেশ।

নেপিয়ারে টসভাগ্য মাহমুদউল্লাহর পক্ষে কথা বলেছে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তিনি। বেলা ১২টায় ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় ম্যাচ জিতে ঘুড়ে দাঁড়াতে চায় মুশফিক-মাহমুদউল্লাহরা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, টিম সাউদি, ইশ সোধি, হ্যামিশ বেনেট ও অ্যাডাম মিলনে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!