• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

হাসপাতালে ভর্তি শচীন


নিজস্ব প্রতিবেদক  এপ্রিল ২, ২০২১, ০৪:১০ পিএম
হাসপাতালে ভর্তি শচীন

ঢাকা : ভারতের লিটল মাস্টার খ্যাত ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৭ মার্চ করোনায় আক্রান্ত হন শচীন। টুইট করে এই খবর জানিয়েছিলেন তিনি। হাসপাতালে ভর্তির খবরও একইভাবে ভক্ত-অনুরাগীদের জানালেন। অবশ্য কোনও গুরুতর শারীরিক সমস্যা নয়, চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে যেতে হলো ভারতের সাবেক ব্যাটিং গ্রেটকে।

শুক্রবার (২ এপ্রিল) সকালে এক টুইটার পোস্টে শচীন লিখেছেন, ‘আপনাদের শুভ কামনা ও প্রার্থনার জন্য ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হলাম। আশা করছি কিছু দিনের মধ্যে বাসায় ফিরে যাবো। সবাই সুস্থ ও ভালো থাকুন। আমাদের বিশ্বকাপ জয়ের দশম বর্ষপূর্তিতে সব ভারতীয় ও আমার সতীর্থদের শুভেচ্ছা জানাই।’

শচীনের সঙ্গে রোড সেফটি সিরিজ খেলা ইউসুফ পাঠান, ইরফান পাঠান ও সুব্রামানিয়ামে বদ্রিনাথেরও করোনা পজিটিভ হয়।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!