• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

করোনায় আক্রান্ত হলেন আকরাম খান


ক্রিড়া ডেস্ক এপ্রিল ১০, ২০২১, ১১:৪৭ এএম
করোনায় আক্রান্ত হলেন আকরাম খান

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

শনিবার (১০ এপ্রিল) সকালে আকরাম খান নিজেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আক্রান্ত এই বিসিবি পরিচালক নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। শারীরিক অবস্থাও ভালো আছে। তবে গলা ব্যথা ও ঠান্ডা আছে তার। পরিবারের অন্য সদস্যদের আজ করোনা পরীক্ষা করানো হবে। 

আকরাম খান বলেন, আমি করোনায় আক্রান্ত হয়েছি। পরীক্ষা করানোর পর কাল ফল হাতে পাই। পরিবারের বাকি সদস্যদের অবস্থা এখনও জানা হয়নি। আজ সবার করোনা পরীক্ষা করা হবে।

নিজের শারীরিক অবস্থা নিয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, শারীরিক অবস্থা ভালো আছে। তবে একটু গলা ব্যথা ও ঠান্ডা আছে। নিজ বাসাতে আইসোলেশনে আছি। প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছি। সবাই দোয়া করবেন।

গত তিন-চার দিন ধরে গলা ব্যথা ও ঠান্ডায় ভুগছিলেন বাংলাদেশের হয়ে ৮টি টেস্ট ও ৪৪টি ওয়ানডে খেলা আকরাম। উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করান তিনি। তার স্ত্রী ও দুই মেয়ের করোনা পরীক্ষার নমুনা আজ দেওয়া হবে।

সোনালীউজ/এমএইচ

Wordbridge School

আরও পড়ুন