• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

আমি বিসিবি সভাপতি হলে শীর্ষ দুইয়ে থাকত বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক এপ্রিল ১০, ২০২১, ০২:৪৬ পিএম
আমি বিসিবি সভাপতি হলে শীর্ষ দুইয়ে থাকত বাংলাদেশ

ফাইল ছবি

ঢাকা : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টানা চতুর্থবারের সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, আমি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হতাম তাহলে বাংলাদেশকে বিশ্বের সেরা দুই দলের একটিতে পরিণত করতাম। 

দেশের কিংবদন্তি এই ফুটবলার একটি অনলাইন পোর্টালকে দেয়া সক্ষাৎকারে কাজী সালাউদ্দিন বলেছেন, আমি যদি ক্রিকেট বোর্ডের সভাপতি হতাম, তাহলে দেয়ার ইজ সেভেনটি পার্সেন্ট চান্স, আমরা বিশ্বের টপ দুইটা টিমের একটা হতাম। কারণ কমপিটিশন নেই আর টাকারও অভাব নেই।

তাহলে ভবিষ্যতে কী বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা আছে আপনার? এমন প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি বলেন, নো, নো, আই অ্যাম অ্যা ফুটবলার। ফুটবলই আমার জীবন। আপনারা আমাকে ভালো-খারাপ যা-ই বলেন, আমি জানি আমাকে সবচেয়ে আদর করে কারেন্ট ফুটবলাররা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!