• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

আবারও মুমিনুলের ভুল, জুটি ভেঙে শোধরালেন মিরাজ 


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২৩, ২০২১, ০৫:৪৪ পিএম
আবারও মুমিনুলের ভুল, জুটি ভেঙে শোধরালেন মিরাজ 

ঢাকা : সর্বশেষ টেস্ট সিরিজ খুব একটা ভালো অভিজ্ঞতা নিয়ে শেষ করতে পারেনি বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার আগেই সমালোচনা উঠেছিল মুমিনুল হকের অধিনায়কত্ব নিয়ে। সেই প্রশ্ন আজ চা বিরতির আগে-পরেও থাকত, যদি না লাহিরু থিরিমান্নেকে বিরতির আগে শেষ ওভারে ফেরাতে পারতেন মেহেদি হাসান মিরাজ। 

শুক্রবার (২৩ এপ্রিল) টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংস বেশ ভালোভাবেই শুরু হয়েছিল। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে টানা তিন ওভার মেডেন নিয়েছিলেন তাসকিন আহমেদ, নিজের ২৪তম বলে হজম করেছিলেন একমাত্র বাউন্ডারি। এবাদত হোসেনও বেশ ভালো বল করে চাপে রেখেছিলেন। সেই ঝড় সামলে নিয়ে বিরতির পর এসে দলকে সুন্দর ভিত দিয়েছিলেন অধিনায়ক দিমুথ করুণারত্নে ও ওপেনার থিরিমান্নে। দুজনই অর্ধশতক পেয়েছেন, গড়েন ১১৪ রানের জুটি। 

৩৪তম ওভারে তাইজুল ইসলামের দ্বিতীয় বল থিরামান্নের প্যাডে লাগলে জোরালো আবেদন ওঠে। কিন্তু আম্পায়ার নাকচ করার পর রিভিউ আবেদনের দিকে যাননি উইকেটরক্ষক লিটন দাস, অধিনায়ক মুমিনুল কিংবা বোলার তাইজুল। অথচ টিভি রিভি রিপ্লেতে দেখা গেল, রিভিউ নিলেই আম্পায়ারকে নিশ্চিতভাবে সিদ্ধান্ত বদলাতে হতো। অথচ বাংলাদেশের কাছে তখনো তিনটি রিভিউ আছে। 

বিরতির আগের শেষ ৩৯তম ওভারের শেষ বলে সেই আক্ষেপ ঘুচিয়েছেন মিরাজ। তার বল থিরিমান্নের প্যাডে লাগলে আম্পায়ার আউট দেন। শ্রীলঙ্কার একটি রিভিউ খরচ করেও দেখা গেল, সিদ্ধান্ত পাল্টানোর প্রশ্ন আসে না। তাতেই স্বস্তিতে চা বিরতিতে যেতে পেরেছে বাংলাদেশ। 

থিরিমান্নে সেই ৫৮ রানেই লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট না হলে সমালোচনা বাড়তেই পারত। কারণ, ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে এমন দুটি রিভিউ নেননি মুমিনুল, যা নিশ্চিতভাবে ফেরাতে পারত শিমরন হেটমায়ারকে। এরপরেই তিনি দ্বিশতক করেন এবং জয় ছিনিয়ে নেন বাংলাদেশের কাছ থেকে।

পাল্লেকেলের টেস্ট সিরিজ বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের অবস্থানের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু এমন ছোট কিন্তু গুরুতর ভুলের বড় মাশুল দিতে হলে তা প্রশ্নবিদ্ধ করবে মুমিনুলের নেতৃত্বগুণ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!