• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

প্রথম সেশন শ্রীলংকার, উইকেটহীন বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৯, ২০২১, ০১:১৭ পিএম
প্রথম সেশন শ্রীলংকার, উইকেটহীন বাংলাদেশ

ছবি : ইন্টারনেট

ঢাকা : পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে টস জিতে আগে করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলংকা। একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা একাদশেও এসেছে এক পরিবর্তন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্ট শুরু হয়।

এই টেস্টে বাংলাদেশের পক্ষে অভিষেক হয়েছে পেসার শরিফুল ইসলামের। প্রথম টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন এবাদত হোসেন।

সিরাজ নির্ধারণী টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা। দারুন ব্যাটিংয়ে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে তারা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৭১ রান। দিমুথ করুণারত্নে ৩৬ ও লাহিরু থিরিমান্নে ৩৩ রানে ব্যাট করছেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েধ চৌধুরী রাহী ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরামান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, প্রবীণ জয়বিক্রম, সুরাঙ্গা লাকমল ও বিশ্ব ফার্নান্দো।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!