• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শেষ চার মিনিটের ‘ঝড়ে’ টিকে থাকলো রিয়াল


ক্রীড়া ডেস্ক মে ২, ২০২১, ০৮:০০ এএম
শেষ চার মিনিটের ‘ঝড়ে’ টিকে থাকলো রিয়াল

ঢাকা: স্প্যানিশ লা লিগায় ওসাসুনাকে হারিয়ে শিরোপার জয়ের লড়াইয়ে টিকে থাকলো রিয়াল মাদ্রিদ। শনিবার দিবাগত রাতে তারা ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে ওসাসুনাকে।

এই জয়ে ৩৪ ম্যাচ থেকে ৭৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচ থেকে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৩ ম্যাচ থেকে ৭১ ম্যাচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।

ওসাসুনার বিপক্ষে প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেলেও গোলের দেখা পায়নি লস ব্লাঙ্কোসরা। কয়েকটি সুযোগ পেয়েছিল ওসাসুনাও। তারাও পায়নি জালের নাগাল।

বিরতির পর ৭৫ মিনিট পর্যন্ত ওসাসুনা আটকে রাখে রিয়ালকে। এরপর খেই হারায় তারা। ৪ মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করে হার মানে।

৭৬ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে জড়ান রিয়ালের রক্ষণভাগের খেলোয়াড় ইদার মিলিতাও। যা ছিল চলতি মৌসুমে তার প্রথম গোল।

ম্যাচের ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার কাসেমিরো। তাতে ২-০ গোলের জয় নিশ্চিত হয়।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!