• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মাঠে নেমেও নাটকীয়তা, যেকারণে ৫ মিনিট পর খেলা শুরু 


ক্রীড়া ডেস্ক মে ২৩, ২০২১, ০১:১৯ পিএম
মাঠে নেমেও নাটকীয়তা, যেকারণে ৫ মিনিট পর খেলা শুরু 

সংগৃহীত

ঢাকা : স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলংকা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এ ম্যাচের শুরুতেই দেখা গেছে অন্যরকম এক নাটকীয়তা। যার ফলে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পর শুরু হয় খেলা।

রোববার (২৩ মে)মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর একটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। ফলে নির্ধারিত সময়ের কিছু আগেই ব্যাট হাতে নামেন তামিম ইকবাল ও লিটন দাস। ছিলেন শ্রীলংকার ক্রিকেটার ও আম্পায়াররাও।

কিন্তু ম্যাচ শুরুর জন্য নির্ধারিত জায়গায় না গিয়ে পিচের কাছে দাঁড়িয়ে থাকেন আম্পায়াররা। ইশারা করতে থাকেন তৃতীয় আম্পায়ারের দিকে। তিনি বাউন্ডারির পাশে থেকে মূল দুই আম্পায়ারদের সঙ্গে কথা বলতে থাকেন।

পরে জানা যায়, আবহাওয়ার কারণে আলোকস্বল্পতা অনুভূত হওয়ায় ম্যাচ শুরুর বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছিলেন আম্পায়াররা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পর খেলা শুরু হয়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। 

শ্রীলংকা একাদশ: কুশল পেরেরা, দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাংকা, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা, আসেন বান্দারা, ডি সিলভা, ইসুরু উদানা, লক্ষ্মণ সান্দাকান ও দুশমন্থ চামিরা। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!