• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

বিপর্যয় কাটার আগেই লিটনের বিদায়


ক্রীড়া ডেস্ক মে ২৫, ২০২১, ০২:১৬ পিএম
বিপর্যয় কাটার আগেই লিটনের বিদায়

সংগৃহীত

ঢাকা: প্রথম ওয়ানডেতে এসেছে ৩৩ রানের দারুণ জয়। মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ের পর মেহেদি হাসান মিরাজ ঘূর্ণিতে সহজ জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই নিশ্চিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়। এমন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

ইতিহাস গড়ার প্রত্যাশায় মাঠে নেশে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। দুশমন্ত চামেরার বলে দিশেহার তামিরা। ১৫ রানে মাথায় নেই দুই উইকেট। ব্যক্তিগত ১৩ রানে দুশমন্ত চামেরার এলবির ফাঁদে পড়েন তামিম। এরপর ক্রিজে আসেন সাকিব। তিন বল মোকাবেলা করে কোন রান না করে দুশমন্ত চামেরার এলবির ফাঁদে পড়েন তিনিও। 

সাকিব-তামিমকে হারিয়ে দল যখন বিপদে তখন মুশফিক-লিটন কিছুটা স্বস্তি এনে দিচ্ছিলেন। কিন্তু দলে ৫০ পার হবার আগেই আবারও অস্বস্তি টাইগার শিবিরে।  দলীয় ৪৯ রানের মাথায় লিটন দাস ৪২ বলে ২৫ রান করে সান্দাকানের বলে আউট হন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৬ রান। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা (অধিনায়ক/উইকেটরক্ষক), পাথুম নিসানকা, কুশল মেন্ডিস, ধনঞ্জায়া ডি সিলভা, আশেন বান্দারা, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, ইসুরু উদানা, লক্ষণ সন্দাকান, দুশমন্ত চামেরা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!