• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আম্পায়ার চূড়ান্ত


স্পোর্টস ডেস্ক জুন ৮, ২০২১, ০৪:৫৯ পিএম
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আম্পায়ার চূড়ান্ত

ঢাকা: বহুল প্রতিক্ষীত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। আগামী ১৮ থেকে ২২ জুন সাউদাম্পটনের এইজেস বোলে হবে ভারত ও নিউজিল্যান্ডের শিরোপা নির্ধারণী ম্যাচ।

এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন এলিট প্যানেলের রিচার্ড ইলিংওর্থ ও মাইকেল গফ। ম্যাচ রেফারি হিসেবে আইসিসি নিযুক্ত করেছে ক্রিস ব্রডকে।

এলিট প্যানেলের আরেক সদস্য রিচার্ড কেটেলবোরো হবেন টিভি আম্পায়ার এবং ফোর্থ অফিশিয়াল হিসেবে নিযুক্ত করা হয়েছে অ্যালেক্স হোয়ার্ফকে।

এক বিবৃতিতে আইসিসির সিনিয়র ম্যানেজার (আম্পায়ার ও রেফারি) আদ্রিয়ান গ্রিফিত ফাইনালের অফিশিয়ালদের শুভ কামনা জানিয়েছেন। মহামারির প্রকোপের মধ্যেও শীর্ষস্থানীয় আম্পায়ারদের পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

গ্রিফিত বলেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ম্যাচ অফিশিয়ালদের অভিজ্ঞ একটি দল ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। মহামারির কারণে এটা সহজ হচ্ছিল না। কিন্তু আমরা সৌভাগ্যবান যে শীর্ষস্থানীয় অফিশিয়ালদের আমরা পেতে যাচ্ছি, যারা ছিলেন ধারাবাহিক। তাদের আমরা শুভ কামনা জানাই।’

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!