• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

এখনই সময়: মেসি


ক্রীড়া ডেস্ক জুন ১৫, ২০২১, ১২:১৯ এএম
এখনই সময়: মেসি

ঢাকা : একেকটি টুর্নামেন্ট আসে আর শিরোপা খরা ঘোচানোর স্বপ্ন নতুন করে দেখতে শুরু করে লিওনেল মেসি ও তার দল আর্জেন্টিনা। কিন্তু অপেক্ষা আর ফুরোয় না। তবে এবার বার্সেলোনা তারকার দৃঢ় বিশ্বাস, মিলবে চূড়ান্ত সাফল্য।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৩টায় চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের কোপা আমেরিকা যাত্রা শুরু হবে আর্জেন্টিনার।

ক্লাব পর্যায়ে ভুরিভুরি শিরোপার স্বাদ পাওয়া মেসি জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি এখনও। অনেকের মতে, এবারের আসরটি ‘শেষ’ উপলক্ষ হয়ে এসেছে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য। ব্রাজিলের আসরে অপেক্ষার অবসানে আশাবাদী ছয়বারের বর্ষসেরা এই তারকা।

আমি মনে করি, লক্ষ্য পূরণের এটাই সময় এবং কোপা আমেরিকার এই আসরে সুযোগটা আসতে পারে। জাতীয় দলের হয়ে একটা শিরোপা জেতা আমার বড় স্বপ্ন। অনেকবারই এই স্বপ্ন পূরণের কাছাকাছি এসেছি; দূর্ভাগ্যজনকভাবে তা পাইনি। ক্যারিয়ারের শেষ পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব।

আমি যথেষ্ট ভাগ্যবান যে, ক্লাব এবং ব্যক্তিগত পর্যায়ে সবকিছু জিতেছি। জাতীয় দলের হয়েও কিছু জিততে পারলে দারুণ হবে।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!