ঢাকা : ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টি আসরের অষ্টম ও নবম রাউন্ডের খেলা শেষ হতে চলল। আগামী ১৬ ও ১৭ জুন অনুষ্ঠিত হবে দশম ও একাদশ রাউন্ডের খেলা।
গত কয়েক রাউন্ডের ম্যাচগুলো শুধু দিনের আলোতে খেলা হলেও ম্যাচ ফিরছে ফ্লাড লাইটের আলোয়। লিগ পর্বের ম্যাচগুলো ফেসবুক ও ইউটিউবে দেখা গেলেও কোনো টিভি চ্যানেলে দেখানো হয়নি।
অবশেষে সুপার লিগের খেলাগুলো সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস। সুপার লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৯, ২০, ২২, ২৩ ও ২৫ জুন। এই পাঁচদিনে মোট ১৫টি ম্যাচ দেখানে উল্লেখ্য দুটি চ্যানেলে।
সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম জানিয়েছেন , “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগের সবগুলি ম্যাচ যৌথভাবে টি স্পোর্টস ও গাজী টেলিভশন সরাসরি সম্প্রচার করবে। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে এরই মধ্যে লিগে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ কয়েকটি ম্যাচ হয়েছে। আমি নিশ্চিত দর্শকরা সুপার লিগের ম্যাচ ঘরে বসে দেখে আনন্দ পাবেন। ৬টি দল সুপার লিগে খেলবে। দিনে ৩টি করে ম্যাচ হবে। প্রত্যেকটি ম্যাচ হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে।”
এদিকে পরিবর্তন হয়েছে দশম ও একাদশ রান্ডের সূচি। পরিবর্তিত সুচি দিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
দশম রাউন্ড
১৬ জুন
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব – ব্রাদার্স ইউনিয়ন
সকাল ৯টা
শের ই বাংলা স্টেডিয়াম
ওল্ড ডিওএইচএস – শেখ জামাল ধানমন্ডি ক্লাব
সকাল ৯টা
বিকেএসপি-৩
মোহামেডান – খেলাঘর সমাজ কল্যাণ
সকাল ৯টা
বিকেএসপি-৪
আবাহনী লিঃ – প্রাইম দোলেশ্বর
দুপুর ১টা ৩০
শের ই বাংলা স্টেডিয়াম
লিজেন্ড অব রুপগঞ্জ – পারটেক্স স্পোর্টিং ক্লাব
দুপুর ১টা ৩০
বিকেএসপি-৪
শাইনপুকুর ক্রিকেট ক্রিকেট ক্লাব – গাজী গ্রুপ ক্রিকেটার্স
সন্ধ্যা ৬টা
শের ই বাংলা স্টেডিয়াম
একাদশ রাউন্ড
১৭ জুন
প্রাইম ব্যাংক - খেলাঘর সমাজ কল্যাণ
সকাল ৯টা
শের ই বাংলা স্টেডিয়াম
ওল্ড ডিওএইচএস – প্রাইম দোলেশ্বর
সকাল ৯টা
বিকেএসপি-৩
শেখ জামাল ধানমন্ডি ক্লাব – ব্রাদার্স ইউনিয়ন
সকাল ৯টা
বিকেএসপি-৪
লিজেন্ড অব রুপগঞ্জ – আবাহনী লিঃ
দুপুর ১টা ৩০
শের ই বাংলা স্টেডিয়াম
শাইনপুকুর ক্রিকেট ক্রিকেট ক্লাব – পারটেক্স স্পোর্টিং ক্লাব
দুপুর ১টা ৩০
বিকেএসপি-৪
মোহামেডান - গাজী গ্রুপ ক্রিকেটার্স
সন্ধ্যা ৬টা
শের ই বাংলা স্টেডিয়াম
সোনালীনিউজ/এমএএইচ
আপনার মতামত লিখুন :