• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সাব্বিরকে জরিমানা, সানিকে সতর্ক


নিজস্ব প্রতিবেদক জুন ১৭, ২০২১, ০৭:৫০ পিএম
সাব্বিরকে জরিমানা, সানিকে সতর্ক

ফাইল ফটো

ঢাকা: শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ক্রিকেটার ইলিয়াস সানির সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে শাস্তি হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হল লিজেন্ডস অব রূপগঞ্জের তারকা ক্রিকেটার সাব্বির রহমানকে। একই অঙ্কের জরিমানা করা হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজার সুলতান মাহমুদকেও। তবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অভিজ্ঞ স্পিনার ইলিয়াস সানিকে জরিমানা না করে সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ জুন) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমে জানায়।

এর আগে বুধবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দশম রাউন্ডের খেলায় সাব্বিরের সাথে ঝগড়া বাঁধে শেখ জামালের ম্যানেজার সুলতান মাহমুদের। সাব্বিরের শাস্তির দাবি জানিয়ে শেখ জামাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) আনুষ্ঠানিক অভিযোগ জানায়।

সিসিডিএমকে পাঠানো অভিযোগের চিঠিতে শেখ জামাল লিখেছে, ‘অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে, আজ ১৬ জুন ২০২১ তারিখে বিকেএসপি এর ৩ নম্বর মাঠে লে: শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের মধ্যকার খেলা চলাকালীন সময়ে লে: শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড-এর খেলোয়াড় মোহাম্মদ ইলিয়াসকে লিজেন্ডস অব রূপগঞ্জ এর খেলোয়াড় সাব্বির রহমান রুম্মন মাঠের বাইরে থেকে বিনা কারণে উপুর্যপরি ইট ছুড়ে মারেন।’

চিঠিতে আরো লেখা হয়েছে, ‘অকথ্য ভাষায় গালিগালাজ ও উচ্চস্বরে বর্ণ বৈষম্য মূলক আচরণ করে বলেন যে, ওই কাইল্যা, কাইল্যা, কাইল্যা ইলিয়াস। যাহা একজন প্রফেশনাল ক্রিকেট খেলোয়াড় হিসেবে এহেন আচরণ অশোভনীয়ই নয়, শাস্তিযোগ্য অপরাধও বটে। এমতাবস্থায়, সাব্বির রহমান রুম্মনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জনানো যাচ্ছে।’ 

খেলা চলাকালীন গ্যালারিতে গিয়ে দর্শক পিটিয়ে ছয় মাস নিষিদ্ধ হওয়া সাব্বির দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন। এখন আবার শৃঙ্খলা ভঙ্গের কারণে জরিমানা গুনলেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঢাকা লিগে খেলা এই তারকা ক্রিকেটার।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!