• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

‘মিডিয়ার চাপেই ক্লাব ছেড়েছেন জিদান’


স্পোর্টস ডেস্ক জুন ২৫, ২০২১, ০৭:৩৪ পিএম
‘মিডিয়ার চাপেই ক্লাব ছেড়েছেন জিদান’

ঢাকা: ক্লাব থেকে পর্যাপ্ত সহযোগীতা কিংবা প্রাপ্য সম্মান না পাওয়ার কথা খোলা চিঠি লিখে জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদের সদ্য বিদায়ী কোচ জিনেদিন জিদান। তবে ক্লাবের সমালোচনা করে জিদানের চিঠি লেখার বিষয়টি বিশ্বাস করতে পারছেন না ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

পেরেজ দাবি করেন, ফরাসি কিংবদন্তীকে রিয়াল মাদ্রিদেই থেকে যেতে রাজি করানোর জন্য একটা সম্পূর্ণ বিকাল ব্যয় করেছেন তিনি। কিন্তু তাতে কাজ হয়নি। মূলত স্প্যানিশ মিডিয়ার ক্রমাগত চাপেই জিদান ক্লাব ছেড়েছেন বলেও মন্তব্য করেন পেরেজ।

স্প্যানিশ গণমাধ্যমে পেরেজ বলেন, আমি জিদানকে চিনি। আমাদের জন্য এ বছরটা কঠিন ছিল। তবুও আমি চেষ্টা করেছি জিদানকে দলে রাখতে। ও যে চিঠিটা লিখেছে, সেটা আমি পড়িনি। আমার বিশ্বাস সে এই চিঠি লেখেনি। অন্য কেউ লিখেছে।

এর মধ্যে রিয়াল মাদ্রিদকে বিদায় জানান সার্জিও রামোস। ক্রিস্টিয়ানো রোনালদোকেও রাখতে পারেনি গ্যালাকটিকোরা। সব কিছু মিলিয়ে রিয়াল সমর্থকরা দলের এমন অবস্থার জন্য সভাপতি পেরেজকেই দায়ী করছে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!