• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

বসুন্ধরার কাছে হারল মোহামেডান


ক্রীড়া ডেস্ক জুন ৩০, ২০২১, ০৭:৫৯ পিএম
বসুন্ধরার কাছে হারল মোহামেডান

ফাইল ফটো

ঢাকা: দ্বিতীয় লেগের ম্যাচেও বসুন্ধরা কিংসের কাছে হারল প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার মোহামেডানকে ১-০ গোলে হারায় অস্কার ব্রুসনের দল। প্রথম লেগের দেখায় ৪-১ গোলে জিতেছিল কিংস।

১৭ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শিরোপার পথে ছুটছে কিংস। চতুর্থ হারের স্বাদ পাওয়া মোহামেডান ২৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। ২২তম মিনিটেই বড় ধাক্কা খায় মোহামেডান। বক্সের বেশ বাইরে বেরিয়ে আসা সুজনের হাতে বল লাগলে লালকার্ড দেখান রেফারি। আহসান হাবিব বিপু আটকান রবিনিয়োর ফ্রি কিক।

১০ জনের দলে পরিণত হলেও মোহামেডান দমে যায়নি মোটেও। প্রায়ই তারা হানা দিতে থাকে কিংসের রক্ষণে। ৩২তম মিনিটে ইয়াসানের ক্রসে সুলেমানে দিয়াবাতের ফ্লিক লক্ষ্যভ্রষ্ট হয়। একটু পর ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়াসানের হেড ফেরান জিকো। প্রথমার্ধ গোলশূন্য হওয়ার পর দ্বিতীয়ার্ধেও কিংসের বিপক্ষে সমানে সমান লড়তে থাকে মোহামেডান। ৬০তম মিনিটে বাঁ দিক থেকে বিপলুর আড়াআড়ি ক্রসে বেসেরার হেড ক্রসবারের উপর দিয়ে যায়। 

৭৬তম মিনিটে ইয়াসিন খান দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দল পরিণত হয় কিংসও। এ নিয়ে টানা দুই ম্যাচে দলটির খেলোয়াড়রা দেখল লাল কার্ড। আগের ম্যাচে দেখেছিলেন ডিফেন্ডার কাজী তারিক রায়হান। এরপর রবিনিয়োর চিপ বুক দিয়ে নামিয়ে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন বেসেরার। 

গোলের পরই লাইন্সম্যানের কাছে অফসাইডের দাবি নিয়ে ছুটে যান মোহামেডানের খেলোয়াড়রা। সাড়া মেলেনি। শেষ পর্যন্ত চার ম্যাচ পর হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মোহামেডানকে।

সোনালীনিউজ/এএম

Wordbridge School
Link copied!