• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

কোপার নকআউট পর্বে থাকছে না


ক্রীড়া ডেস্ক জুলাই ২, ২০২১, ০৪:৩৫ পিএম
কোপার নকআউট পর্বে থাকছে না

ঢাকা : নির্ধারিত সময় পর্যন্ত অমীমাংসিত থাকলেও কোপা আমেরিকার নকআউট পর্বে থাকছে না ১৫ মিনিট করে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা।

বাংলাদেশ সময় শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত ৩টায় পেরু-প্যারাগুয়ে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোপার কোয়ার্টার ফাইনাল। ভোর ৬টায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এই দুই ম্যাচ দিয়ে নতুন নিয়মটি কার্যকর হচ্ছে কোপায়।

সর্বশেষ ২০১৫ ও ২০১৬ সালের আসরে নকআউট পর্বে অতিরিক্ত ৩০ মিনিট খেলা বাতিল করা হয়েছিল। কনমেবল ফের সেই পুরোনো নিয়মই ফিরিয়ে আনছে এবার। নির্ধারিত ৯০ মিনিটেও ম্যাচ অমীমাংসিত থাকলে সরাসরি টাইব্রেকারে ফল নির্ধারিত হবে।

তবে ফাইনাল ম্যাচে এই নিয়মের ব্যতিক্রম থাকছে। শিরোপা নির্ধারণী ম্যাচে থাকবে অতিরিক্ত ত্রিশ মিনিটের খেল।

এর আগে ২০১৯ সালের কোপায় একই নিয়ম থাকলেও কিছুটা পরিবর্তিত ছিল। সেমিফাইনাল থেকে পরবর্তী ম্যাচগুলোতে দেওয়া হতো অতিরিক্ত ত্রিশ মিনিট।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!