• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

বাংলাদেশের সম্ভাব্য একাদশ


ক্রীড়া ডেস্ক: জুলাই ৬, ২০২১, ০৯:৩৭ পিএম
বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ঢাকা: চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন মুশফিকুর রহিম, একইভাবে এই ম্যাচ দিয়ে সাকিব আল হাসান ফিরবেন টেস্টের মঞ্চে। উইকেট ও কন্ডিশনের কথা মাথায় রেখে সাজানো হবে একাদশ।  সাকিব-মুশফিক নিশ্চিত হলেও অনিশ্চয়তা আছে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে। ১৬ মাস পর টেস্ট দলে ফেরা রিয়াদ একাদশে সুযোগ না-ও পেতে পারেন। তবে বাঁহাতি ওপেনার তামিম ইকবালের চোটের কারণে দলের ব্যাটিংকে গভীরতা দেওয়ার ভাবনা থেকে রাখা হতে পারে রিয়াদকে; যদিও সেই সম্ভাবনা কম।

মুমিনুল জানান, ‘টিম ম্যানেজমেন্ট আমরা এখনও উইকেট দেখতে পারিনি। উইকেট দেখার পর হয়ত ডিসিশন নিব। আশাবাদী আছি উনি খেলবে।’হারারের স্পোর্টস ক্লাব মাঠে দুই দলের একমাত্র টেস্ট শুরু হবে বুধবার (৬ জুলাই), বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : 
সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী/এবাদত হোসেন।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!