• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালে যাকে সমর্থন করবেন সালাউদ্দিন


ক্রীড়া ডেস্ক: জুলাই ১০, ২০২১, ০৮:১১ পিএম
ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালে যাকে সমর্থন করবেন সালাউদ্দিন

ঢাকা: ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ নিয়ে যে উন্মাদনা চলছে সেটা নিয়ে বাফুফে সভাপতি ও দেশের ফুটবলের অন্যতম কিংবদন্তি কাজী সালাউদ্দিন নিজের খেলোয়াড়ি সময়ে ফিরে গেলেন, ‘এখন যেটা হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে। আমাদের সময়ে এমন হয়েছে আমাদের ফুটবল নিয়ে (আবাহনী-মোহামেডান)। আমরা সেই সময় অনেক উৎসব করছি ফুটবল নিয়ে।’ 

শনিবার (১০ জুলাই) রাজধানীর মতিঝিলের ফেডারেশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দেশের ফুটবলের অভিভাবক। ফুটবল জ্বরে আক্রান্ত বাংলাদেশের ক্রীড়া প্রেমীরা। বিষয়টি নিয়ে সালাউদ্দিন বলেন, ‘বাংলাদেশে যে উন্মাদনা সেটার ফুর্তি আমার থেকে বেশি কেউ করেনি। আমাদের সময় মোহামেডান-আবাহনীর জন্য সারা শহরে পতাকা উড়তো। এটাই আমার খেলোয়াড়দের জন্য শিক্ষা। তোমরা যদি ঠিক মতো খেলো, তাহলে আমাদের দেশে থাকা প্রেমটা তোমাদের নিতে হবে। আমি ফেডারেশন থেকে নিতে পারবো না। আমি খেলা আয়োজন করতে পারবো। খেলতে হবে তোমাদের। খেললে এমন উন্মাদনা আসবে। আমাদের সময় আমরা আনতে পেরেছিলাম। আপনারা দেখছেন কি না জানি না। সারা শহরে পতাকা থাকত। এটাই তরুণদের জন্য শিক্ষা। আমদের দেশে এটা আছে। কেনো নিতে পারছি না।’

কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা-ব্রাজিল। মেসি-নেইমারের দ্বৈরথে কাকে এগিয়ে রাখছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ ও সাবেক অধিনায়ক।

‘দুইটা দলই ক্ষুধার্ত। এটা হয়তো মেসির জন্য শেষ ফাইনাল। তিনি ভাইটাল ফ্যাক্টর। আমি ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে আর্জেন্টিনার পক্ষই নিচ্ছি। এই দলে মেসি-ডি মারিয়া আছেন। তারা হচ্ছে গেম চেঞ্জার। খেলা গোলশূন্য অবস্থায় ফ্রি কিক থেকে গোল এনে দিতে পারে।’ 

ইতালি-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে কার পক্ষ নিচ্ছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় তারকা? সালাউদ্দিন বলেন, ‘ইংল্যান্ডের পক্ষে বললে বাসায় মেরে ফেলবে। আমার বাসায় আগে ইতালির সমর্থক ছিল। পরে জার্মানির পক্ষ নেয়। এখন ইতালির প্রতিই তাদের সমর্থন। এই দলটি অসাধারণ ফুটবল খেলছে। অন্যদিকে ইংল্যান্ডের সাইডবেঞ্চও অনেক শক্তিশালী।’

চার বারের বাফুফে প্রধান বলেন, ‘যেসব দেশের লিগ উন্নত সেই দেশগুলোর খেলার মান ভালো। ইংলিশ, স্প্যানিশ, ইতালিয়ানদের তুলনায় জার্মান লিগ অনেক পিছিয়ে পড়েছে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!