• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি মাহমুদউল্লাহ-মিরাজের 


ক্রীড়া ডেস্ক জুলাই ১৪, ২০২১, ০৬:৪২ পিএম
টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি মাহমুদউল্লাহ-মিরাজের 

ঢাকা: র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। বাংলাদেশ-জিম্বাবুয়ের একমাত্র টেস্ট, ইংল্যান্ড-পাকিস্তান ও আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ এবং অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই এই হালনাগাদ।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৫০ রানের ইনিংস খেলে মাহমুদউল্লাহ উঠে এসেছেন ৪৪ নম্বরে। ওই ইনিংসেই গুরুত্বপূর্ণ ৯৫ রান করেন লিটন দাস। র‍্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে উঠে এসেছেন এই কিপার-ব্যাটসম্যান।

জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে ব্রেন্ডন টেইলর এগিয়েছেন ৭ ধাপ। ৮১ ও ৯২ রানের ইনিংস খেলা এই অভিজ্ঞ ব্যাটসম্যান এখন আছেন ২৮ নম্বরে। টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানগুলোতে আসেনি কোনো পরিবর্তন। আগের মতোই প্রথম পাঁচ জন কেন উইলিয়ামসন, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, বিরাট কোহলি ও জো রুট।

এদিকে ১৪৮ রানে ৯ উইকেট নিয়ে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে মিরাজ এখন ২৪ নম্বরে আছেন। ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ৯৫ থেকে ৮৯তম স্থানে উঠে এসেছেন পেসার তাসকিন আহমেদ। বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও ডোনাল্ড তিরিপানোর।

এই সংস্করণের বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচটি স্থানে যথারীতি আছেন প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন, টিম সাউদি, জশ হেইজেলউড ও নিল ওয়্যাগনার। আর টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে জেসন হোল্ডার। বাংলাদেশের সাকিব আল হাসান আছেন পাঁচে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!