• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সরে দাঁড়ালেন ফেদেরার


ক্রীড়া ডেস্ক জুলাই ১৪, ২০২১, ০৭:৩৬ পিএম
সরে দাঁড়ালেন ফেদেরার

ঢাকা: আসছে টোকিও অলিম্পিক থেকে নিজেকে সরিয়ে নিলেন টেনিস তারকা রজার ফেদেরার। হাঁটুতে ২০২০ সালে তিনটি অস্ত্রোপচার হয়েছে ফেদেরার। কোর্টের বাইরে ছিলেন বছরের পুরোটাই।

৩৯ বছর বয়সী সুইস তারকা ২০০৮ বেইজিং অলিম্পিকে ডাবলে সোনার পদক জিতেছিলেন স্তান ভাভরিঙ্কার সাথে। ২০১২ অলিম্পিকে এককের ফাইনালে অ্যান্ডি মারের কাছে হেরে পেয়েছিলেন রুপার পদক।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতিতে টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান রেকর্ড ২০ টি গ্র্যান্ড স্ল্যাম জেতা ফেদেরার, দুঃখজনকভাবে আমি হাঁটুতে চোট পেয়েছি এবং সেটা মেনে নিয়ে আমি টোকিও অলিম্পিক গেমস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমি খুবই হতাশ, কারণ এটা গর্বের এবং প্রতিবার সুইজারল্যান্ডের প্রতিনিধিত্ব করাটা আমার ক্যারিয়ারের উজ্জ্বল অংশ।

উইম্বলডনের সেমি-ফাইনালে ক্যারিয়ারে প্রথমবারের মত সরাসরি সেটে হুবের্ত হুরকাজের বিপক্ষে হারের পর আবার উইম্বলডনে খেলার ব্যাপারে অনিশ্চয়তার কথাও জানিয়েছেন ফেদেরার।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!