• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

স্বস্তির জয় শেখ জামালের


ক্রীড়া ডেস্ক জুলাই ১৫, ২০২১, ০৭:৩৯ পিএম
স্বস্তির জয় শেখ জামালের

ঢাকা: পিছিয়ে পড়ার পর পাল্টা জবাবে সাইফ স্পোর্টিং সমতা ফেরালেও শফিকুল ইসলাম মানিকের দলের জয় ঠেকাতে পারেনি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ২-১ গোলে জিতেছে শেখ জামাল। ওমর জোবে দলকে এগিয়ে নেওয়ার পর সাইফ স্পোর্টিংকে সমতায় ফেরান জন ওকোলি। পরে দারুণ ফ্রি কিকে ম্যাচের ভাগ্য গড়ে দেন ভালিজনভ ওতাবেক।

১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে শেখ জামাল। এক ম্যাচ বেশি খেলা সাইফ স্পোর্টিং ২৬ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে। ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।

প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পায় শেখ জামাল। সতীর্থের ছোট পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে থ্রু পাস বাড়ান সিল্লাহ। এক ছুটে ডিফেন্স লাইন পেরিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে নিখুঁত টোকায় বল জালে জড়ান। 

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতার স্বস্তি ফিরে সাইফ স্পোর্টিং শিবিরে। ওকোলির সঙ্গে বল দখলের লড়াইয়ে পড়ে যাওয়ার পর মনির হোসেনের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফরি। বলের লাইনে ঝাঁপিয়ে পড়লেও ওকোলির শট ফেরাতে পারেননি সামিউল ইসলাম মাসুম। ৭৬ মিনিটে জয়সূচক গোলটি করে ২০১৫ সালের চ্যাম্পিয়নরা। ওতাবেকের ফ্রি কিকে বল দেয়ালের ওপর দিয়ে বাঁক খেয়ে শান্তকে বোকা বানিয়ে জালে জড়ায। লিগের প্রথম পর্বে শেখ জামালের কাছে ৩-২ গোলে হেরেছিল সাইফ স্পোর্টিং। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!