• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

টোকিও অলিম্পিক স্টেডিয়ামের ভেতরে ধর্ষণ


ক্রীড়া ডেস্ক জুলাই ১৮, ২০২১, ০৮:৩৪ পিএম
টোকিও অলিম্পিক স্টেডিয়ামের ভেতরে ধর্ষণ

ঢাকা: একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে শুরু হতে যাওয়া টোকিও অলিম্পিক। অলিম্পিকের ভিলেজেই কয়েকজন অ্যাথলেটের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে গত কয়েক দিনে। এবার টোকিও অলিম্পিকের স্টেডিয়ামে এক জাপানি মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে। ধর্ষণের অভিযোগে উজবেকিস্তানের এক যুবককে গ্রেপ্তারও করা হয়েছে।

আর মাত্র পাঁচ দিন পরই শুরু হবে অলিম্পিক। সব বিতর্ককে সঙ্গী করেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এর মধ্যে গত শুক্রবার টোকিওর স্টেডিয়ামে ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ ওঠে।

স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যম জানাচ্ছে, ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তি উজবেকিস্তানের ৩০ বছর বয়সী নাগরিক। তাকে আটক করা হয়েছে। দাভরোনবেক রাখমাতুল্লায়েভ নামের ওই অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর ধর্ষণের শিকার জাপানি মেয়ের বয়স ২০-এর ঘরে বলে লিখেছে সংবাদ সংস্থা এএফপি।

ঘটনাটা ঠিক কোথায় ঘটেছে, সেটির একেবারে পুঙ্খানুপুঙ্খ বিবরণ টোকিও মেট্রোপলিটন পুলিশ জানায়নি বলে লিখেছে এএফপি। ঘটনার বর্ণনায় স্থানীয় সংবাদমাধ্যম লিখেছে, অভিযুক্ত ধর্ষকের সঙ্গে ওই নারীর পরিচয় ঘটনার দিন, অর্থাৎ শুক্রবারেই হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুজনে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ড্রেস রিহার্সাল দেখতে গিয়েছিলেন। কিন্তু এরপর স্টেডিয়ামের দর্শকদের বসার আসনের কাছাকাছি কোথাও জাপানি মেয়েকে আক্রমণ করেন রাখমাতুল্লায়েভ।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!