• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

করোনায় আক্রান্ত হলেন করিম বেনজেমা


ক্রীড়া ডেস্ক জুলাই ২৩, ২০২১, ০৪:৫৬ পিএম
করোনায় আক্রান্ত হলেন করিম বেনজেমা

ছবি: ইন্টারনেট

ঢাকা : শিগগিরই দলের সঙ্গে যোগ দিতে পারছেন না রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই ফরাসি তারকা। রিয়াল মাদ্রিদ বেনজেমার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য ক্লাব ছাড়ার পর বেনজেমা এতদিন যোগ দেননি অনুশীলনে। তার দল ফ্রান্স শেষ ষোলো থেকে বাদ পড়ার পর  ছিলেন ছুটিতে।

শুক্রবার (২৩ জুলাই) ফরাসি স্ট্রাইকারের অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল। এদিনই তিনি আক্রান্ত হন করোনায়।

করোনা আক্রান্ত হওয়ায় শিগগিরই দলের সঙ্গে যোগ দিতে পারছেন না বেনজেমা। লা লিগার কোভিড প্রটোকল অনুযায়ী কমপক্ষে ১০দিন থাকতে হবে আইসোলেশনে।

তবে এতে সমস্যা হওয়ার কথা না রিয়ালের। দলটি লা লিগার নতুন মৌসুম শুরু করবে ১৫ আগস্ট আলাভেজের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর আগে দুটি ক্লাব ফ্রেন্ডলি খেলার কথা রয়েছে লস ব্লাংকোসদের।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!