• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

পিএসজির মুখের খাবার কেড়ে নিচ্ছে ম্যান সিটি 


ক্রীড়া ডেস্ক আগস্ট ৬, ২০২১, ০৫:০৭ পিএম
পিএসজির মুখের খাবার কেড়ে নিচ্ছে ম্যান সিটি 

ঢাকা: গতকালই নিশ্চিত হওয়া গেল আর বার্সায় থাকছেন না লিওনেল মেসি। বিদায়ের ঘোষণা আসার পর পরই মেসির সম্ভাব্য পরবর্তী ক্লাব নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা।

কোথায় যাবেন এখন মেসি? মেসিকে নেওয়ার সামর্থ্য আছে কোন ক্লাবের? এ প্রশ্নগুলোই এখন উড়ছে ফুটবলের আকাশে। মেসি যে দলেই যান, ফ্রি ট্রান্সফারে যাবেন। 

আরও পড়ুন : মেসির বিদায়ের দিনেই বার্সার কাছে বিধ্বস্ত রোনালদোরা

অর্থাৎ সে ক্লাবকে মেসির দলবদল ফি বাবদ কোনো পয়সাই খরচ করতে হবে না। শুধু মেসির বেতনের দিকটা খেয়াল রাখলেই চলবে। করোনার এই সময়ে মেসিকে বাড়তি বেতন দিয়ে কোন ক্লাব নিতে চাইবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই জানা গেল, মেসিকে পেতে এরই মধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে  পিএসজি।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ার মত বাংলাদেশকে কঠাক্ষ করলো নিউজিল্যান্ডও

মেসিকে দলে টানার ব্যাপারে ক্লাবটির আগ্রহ অনেক পুরোনো। জুনের ৩০ তারিখে মেসির চুক্তি যখন শেষ হয়ে যায়, তখনও তারা আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। কিন্তু মেসি নিজেই তাদেরকে বিদায় করেছিলেন। মেসির আশা ছিল, প্রাণের ক্লাব বার্সেলোনাতেই থাকবেন তিনি। 

অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানার পর মেসির মুখপাত্রদের সঙ্গে আলোচনায় বসে গেছে পিএসজি। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত ও ইতালিয়ান সংবাদমাধ্যম স্কাই স্পোর্ত ইতালিয়া জানিয়েছে পিসএসজির আশা একটাই, যদি কোনোভাবে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়টিকে নিজেদের দলে নেওয়া যায়।

আরো পড়ুন: বার্সার মেসিকে ছেড়ে দেয়ার পেছনে কারিগর রিয়াল 

তবে পিএসজি যে শেষ পর্যন্ত এ চেষ্টায় সফল হবে এটা এখনই বলা যাচ্ছে না। স্প্যানিশ কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, শেষমেশ অর্থকড়ির কারণে পিএসজিও পিছু হটতে পারে মেসিকে নেওয়ার ব্যাপারে। করোনার কারণে তাদেরও আর্থিক ক্ষতি কম নয়। এর মধ্যেই আবার দলে আশরাফ হাকিমি, জর্জিনিও ভাইনালডম, সের্হিও রামোস, জিয়ানলুইজি দোন্নারুম্মার মতো একাধিক খেলোয়াড়কে দলে এনেছে তারা।

এত খরচের পর মেসিকে বাড়তি বেতন দিয়ে দলে আনাটা একটু কষ্টসাধ্যই তাদের জন্য। এই সুযোগটাই কাজে লাগাতে পারে ম্যান সিটি। অর্থাৎ পিএসজি একটু পা ফসকালেই মেসিকে পেয়ে যেতে পারে সিটি। সেটি হলে পিএসজির একদম মুখের খাবারই কেড়ে নিবে সিটি।

যদিও সদ্যই অ্যাস্টন ভিলা থেকে দশ কোটি পাউন্ডের বিনিময়ে ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশকে দলে টানার পর মেসির বার্সা ছাড়ার খবর পেয়েছে ম্যানচেস্টার সিটি। এর মধ্যে ইংলিশ তারকা হ্যারি কেইনকে দলে ভেড়ানোর তোড়জোড়ও করছিল। কিন্তু মেসির বার্সা ছাড়ার ঘোষণা ওই পরিকল্পনাকে পালটে দিয়েছে। হ্যারি কেইনকে দলে টানতে গেলে অন্ততপক্ষে ১০ কোটি পাউন্ড খরচ করতেই হবে,  সঙ্গে অন্যান্য ঝামেলা তো আছেই। সেই হিসেবে আর্জেন্টাইন তারকাকে পেতে তো কোনো বাড়তি দলবদল ফিই দিতে হবে না। তাই সুযোগের অপেক্ষায় ক্লাবটি।

মেসির পরবর্তী ক্লাবের তালিকায় আছে আরো ৫ ক্লাব। চেলসি, ইন্টার মিলান, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাসের মতো ক্লাবের নাম আসলেও ঘুরেফিরে সম্ভাব্য গন্তব্য হিসেবে আসছে এ দুই ক্লাবেরই নাম। এখন দেখার বিষয় মেসি কোন ক্লাবে গিয়ে নিজের খুঁটি গাড়েন।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!