• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আজ সংবাদ সম্মেলনে আসছেন মেসি


ক্রীড়া ডেস্ক আগস্ট ৮, ২০২১, ০২:২৩ পিএম
আজ সংবাদ সম্মেলনে আসছেন মেসি

ঢাকা : রোববার (৮ আগস্ট) সংবাদ সম্মেলনে আসছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় বিকাল ৪টায় বার্সেলোনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বক্তব্য রাখবেন। এটি সাথে কাতালান ক্লাবটির পক্ষ থেকে আর্জেন্টাইন সুপারস্টারকে বিদায় জানানোর আয়োজন।

ওদিকে সবকিছু ঠিক থাকলে অল্প কিছুদিনের মধ্যেই পিএসজিতে যোগ দিতে যাচ্ছেন লিওনেল মেসি। খবর অনুযায়ী, মেসির বেতন ধরা হয়েছে বার্ষিক ৪০ মিলিয়ন ইউরো।

এদিকে, বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা শুক্রবার (৬ আগস্ট) এক সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, লা লিগার নিয়মের কারণেই মেসিকে রাখা সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাবকে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে ফুটবলারদের বেতন দিতে হবে। আর্থিক দিক দিয়ে বার্সেলোনার অবস্থা সুবিধাজনক নয়।

২০০০ সালে প্রথম বার্সেলোনাতে ক্যারিয়ার শুরু করেন মেসি। বার্সার ইয়ূথ টিমের হয়ে তিনি খেলেন ২০০৩ সাল পর্যন্ত। এরপর ২০০৩-২০০৪ মৌসুমে সুযোগ পান বার্সেলোনার 'সি' দলে এবং ক্লাবটির মূল দলে অভিষেক হওয়ার আগে 'বি' দলের হয়েও খেলেন তিনি।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে ৮১০টি ম্যাচে ৬৮৩ গোল, ১০টি লা লিগা খেতাব, ৭টি কোপা ডেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লীগ, ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার রেকর্ড মেসির। ৬৮৩ গোল করেই অবশেষে মেসি অধ্যায়ের ইতি ঘটলো বার্সেলোনার সাথে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!