• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

কালই বসুন্ধরা কিংসের শিরোপা উৎসব?


ক্রীড়া ডেস্ক আগস্ট ৮, ২০২১, ০৮:৪৯ পিএম
কালই বসুন্ধরা কিংসের শিরোপা উৎসব?

ঢাকা: কাল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারালেই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হবে বসুন্ধরা কিংস।

এই ম্যাচে জিতলে ২০ ম্যাচে তাদের পয়েন্ট হবে ৫৫ আর শেখ জামালের ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট থাকবে। আগামীকাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল চারটায়।

বসুন্ধরা কিংসের স্পেনিশ কোচ অস্কার ব্রুজন কালই শিরোপা নিশ্চিত করতে চান, ‘আমরা এএফসি কাপে খেলতে যাব কয়েক দিন পর। এএফসি কাপে খেলতে যাওয়ার আগে লিগ ট্রফি নিশ্চিত হলে ফুটবলারদের মধ্যে বাড়তি উদ্দীপনা ও মানসিকভাবে কিছুটা এগিয়ে রাখবে।’ 

কাগজে-কলমে শেখ জামালের চেয়ে এগিয়ে বসুদ্ধরা কিংস। কিন্তু চলমান লিগে কোচ শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা দুর্দান্ত খেলেছে। প্রথম লেগে জামালকে হারাতে পারেনি কিংস। শেখ জামাল পুরো লিগে মাত্র একটি ম্যাচই হেরেছে। মানিকের দলকে হারানো যে সহজ হবে না সেটা অকপটে বললেন অস্কার, ‘তারা অত্যন্ত ভালো ও শক্তিশালী দল। আমাদের মতো তারাও মাত্র একটি ম্যাচ হেরেছে। বোঝাই যাচ্ছে কতটুকু সংগঠিত দল তারা। তবে তাদেরকে হারিয়ে জেতার সামর্থ্য আমাদের রয়েছে।’
 
শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিক বিষয়টি দেখছেন অন্যভাবে, ‘আমরা হারলেই বসুন্ধরা চ্যাম্পিয়ন হবে আমি বিষয়টি এভাবে দেখি না। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকার জন্য আমাদের পয়েন্ট দরকার। আমরা ম্যাচে পয়েন্ট সংগ্রহ করার সর্বোচ্চ চেষ্টা করব।’ 

কিংসের বিপক্ষে এক পয়েন্ট পেলে দ্বিতীয় হওয়ার লড়াইয়ে আবাহনীর চেয়ে এগিয়ে থাকবে শেখ জামাল। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!