• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

মেসির বিদায়ের দিনেই বার্সার কাছে বিধ্বস্ত রোনালদোরা


ক্রীড়া ডেস্ক আগস্ট ৯, ২০২১, ১০:০৫ এএম
মেসির বিদায়ের দিনেই বার্সার কাছে বিধ্বস্ত রোনালদোরা

ছবি: ইন্টারনেট

ঢাকা : লিওনেল মেসি পরবর্তী যুগ জয় দিয়েই শুরু করলো বার্সেলোনা। ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়ে হোয়ান গাম্পার ট্রফি জিতলো কাতালানরা।

রোববার (৮ আগস্ট) ইয়োহান ক্রুইফ অ্যারেনায় এদিন পাত্তাই পায়নি ইতালির দলটি। 

স্প্যানিশ জায়ান্টদের হয়ে একটি করে গোল তুলেছেন মেম্ফিস ডিপাই, মার্টিন ব্র্যাথওয়েট এবং রিকি পুইগ। দিনের শুরুতে আবেগঘন মুহূর্তে মেসিকে বিদায় জানানো হয় দলটির ইতিহাসের সবচেয়ে সেরা খেলোয়াড় লিও মেসিকে। সন্ধ্যায় মাঠে নেমে সেই মনকে শক্ত করে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

প্রাক মৌসুম প্রীতি ফুটবল ম্যাচের তৃতীয় মিনিটেই গোল পায় বার্সা। অস্ট্রিয়ান ফরোয়ার্ড ইউসুফ ডেমিরের বাড়ানো বলে গোল আদায় করেন ডাচ ফরোয়ার্ড ডিপাই। প্রথমার্ধে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

অন্যদিকে ৫৭ মিনিটের মাথায় ডিপাইয়ের করা কর্নারে হেডের মাধ্যমে লক্ষ্য ভেদ করেন ড্যানিশ তারকা ব্র্যাথওয়েট। এছাড়া যোগ করা সময়ে গঞ্জালেজ ইগলেসিয়াসের পাসে তৃতীয় ও শেষ গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার পুইগ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!