• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

পিএসজিতে ৩০ নম্বর জার্সি নেওয়ার কারণ জানালেন মেসি (ভিডিও)


ক্রীড়া ডেস্ক আগস্ট ১১, ২০২১, ১০:০৭ এএম
পিএসজিতে ৩০ নম্বর জার্সি নেওয়ার কারণ জানালেন মেসি (ভিডিও)

ছবি: ইন্টারনেট

ঢাকা : অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইতেই যোগ দিচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

মেসির দলবদল করে প্যারিসে যাত্রা আগে থেকেই নিশ্চিত ছিল। কিন্তু বেতন, চুক্তি সাক্ষরের সময় বোনাস কত পাবেন এবং কয় বছরের চুক্তি হবে এসব নিয়ে দুই পক্ষ সম্মত হতেই সময় লাগছিল। 

আরও পড়ুন : মেসির চলে যাওয়ায় বার্সার নতুন কাণ্ড

এ ব্যাপারে দল বদল নিয়ে বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ‘পিএসজিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। দুই বছরের চুক্তি সম্পন্ন। চাইলে ২০২৪ সাল পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হচ্ছে। ভাতা মিলিয়ে বছরে কর বাদ দিয়ে ৩ কোটি ৫০ লাখ ইউরো বেতন পাবেন। মেসি পিএসজির চুক্তির প্রস্তাব মেনে নিয়েছেন এবং প্যারিসে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন।’

এদিকে পিএসজিতে কত নম্বর জার্সি পড়ে খেলবেন মেসি? এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল ফরাসি ক্লাবটিতে যোগদানের গুঞ্জন থেকেই।

কেননা বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ারে ১০ নম্বর জার্সি পরেই খেলেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এ সুপারস্টার আগামী দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পিএসজির সঙ্গে। কারণ সেখানে ১০ নম্বর জার্সি পড়ে পিএসজির হয়ে পারফর্ম করছেন নেইমার। নেইমারও বন্ধুত্বের খাতিরে ১০ নম্বরটা উপহার দিতে রাজি। কিন্তু মেসি সাফ না করে দেন। এতটা নির্দয় না তিনি। এরপর ১৯ নম্বর জার্সিটা চান মেসি। যদিও পিএসজি মেসির সেই আবদার রাখতে পারেনি।

তবে পিএসজির হয়ে মাঠে কোন জার্সিতে নামবেন মেসি? সে প্রশ্ন থেকেই যায়। এবার নিশ্চিত হওয়া গেলে, নতুন ক্লাবে ৩০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসি নিজেই ৩০ নম্বর জার্সি বেছে নিয়েছেন।

মেসি কেন পিঠের পেছনে ৩০ নম্বর সাঁটাবেন, তার কারণও আছে। ১৭ বছর আগে এই ৩০ নম্বর জার্সি পরেই ন্যু ক্যাম্পে ক্লাব ফুটবলে অভিষেক হয়েছিল মেসির। 

বার্সেলোনায় শুরুটা হয়েছিল তার ৩০ দিয়েই। তাই ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে ফের ৩০ নম্বর জার্সি পরতে চান মেসির। যা দিয়ে শুরু তা দিয়েই ক্যারিয়ার শেষ করতে চান।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!