ঢাকা: বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার হতাশাজনক পারফরম্যান্স নিয়ে সাবেক তারকা ব্যাটসম্যান মার্ক টেইলর ও গিলক্রিস্ট্রের পর এবার মুখ খুলেছেন দেশটির সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক।
সাবেক এই অজি অধিনায়ক বললেন, এই সিরিজটি হতাশাজনক। তবে এই সিরিজের ফলাফল নিয়ে আমার মাথাব্যথা নেই। কিন্তু পুরো সিরিজে আমরা যেমন খেলেছি, স্পিন বলে যেমন ভুগেছি, সেটা ভুলতেই পারছি না।
ক্লার্কের মতে, ক্রিকেটারদের ফর্মও বেশ উদ্বেগের বিষয়। দলের কেউই বাংলাদেশের স্পিন বলই বুঝতে পারল না। এজন্যই আমাদের দেশেও স্পিন কন্ডিশন করা উচিৎ। আমাদের পেস কন্ডিশনিং পিচে স্পিন বল খুব একটা কাজে আসে না। তারা পেস কন্ডিশনে খেলতে খেলতে এতটা অভ্যস্ত হয়ে গেছে, এখন আর স্পিন বলই মোকাবিলা করতে পারছে না।
সাবেক এই ক্রিকেটার আরো বলেন, দলে বেশ ভালো কিছু খেলোয়াড় অবশ্যই ছিল। আর একসঙ্গে অন্তত দশটা ম্যাচ ইতোমধ্যেই খেলে ফেলেছে দলটি। এরপরও বাংলাদেশ তো বটেই, উইন্ডিজ সিরিজেও পারফর্ম করতে দেখা যায়নি দলটিকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে দলের এমন পারফরম্যান্স খুবই আশঙ্কাজনক। বিশ্বকাপের আগে মোটে একটা ম্যাচ খেলছি, বিষয়টা মোটেও এমন নয়। এই দলকেই তো অনেকগুলো ম্যাচ একসঙ্গে খেলতে দেখেছি আমরা।’ বাংলাদেশের বিপক্ষে এমন পারফরম্যান্সে ল্যাঙ্গার নিজেও স্বস্তিতে থাকতে পারবেন না। দলের এই পারফরম্যান্স ও স্পিন খেলার দক্ষতা সত্যিই উদ্বেগের বিষয়।
সোনালীনিউজ/এআর
আপনার মতামত লিখুন :