• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

টাকার সাগরে ভাসছেন ভারতের পদকজয়ীরা  


ক্রীড়া ডেস্ক আগস্ট ১১, ২০২১, ০৭:০১ পিএম
টাকার সাগরে ভাসছেন ভারতের পদকজয়ীরা  

ঢাকা: নীরজের হাত ধরে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সোনার পদক পেল ভারত। দেশকে গৌরবে ভাসিয়ে রীতিমতো টাকার সাগরে ভাসছেন নীরজ।

সোনাজয়ী এই অ্যাথলেটকে ছয় কোটি রুপি দিচ্ছে তার রাজ্য হরিয়ানার মুখ্যমন্ত্রী। পঞ্জাবের মুখ্যমন্ত্রী পক্ষ থেকে পাচ্ছে দুই কোটি রুপি। 

এছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ড, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল চেন্নাই সুপার কিংস এবং বাইজুর পক্ষ থেকে নীরজ পাচ্ছেন এক কোটি রুপি করে। ভারতীয় অলিম্পিক সংস্থা এবং গুরুগ্রামের এলান গ্রুপের তরফ থেকে আরও এক কোটি রুপি পাচ্ছেন নীরজ।

ব্যাডমিন্টন বিভাগে মেয়েদের এককে পদক জেতেন পিভি সিন্ধু। ব্রোঞ্জজয়ী এই তারকা পাচ্ছেন...
বাইজুর পক্ষ থেকে পাচ্ছেন এক কোটি রুপি।
রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে ৩০ লক্ষ রুপি। 
ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় অলিম্পিক সংস্থা থেকে ২৫ লক্ষ রুপি করে। 

ভারোত্তোলন থেকে ভারতকে রূপার পদক এনে দিয়েছেন মীরাবাই চানু...
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ থেকে পাবেন দুই কোটি রুপি।
মণিপুরের মুখ্যমন্ত্রী থেকে পেলেন এক কোটি রুপি। 
বাইজুর পক্ষ থেকে পাবেন এক কোটি রুপি। 
ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় অলিম্পিক সংস্থা থেকেও পাচ্ছেন ৯০ লাখ রুপি।
এ ছাড়াও তাকে রাজ্য পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট পদও দিয়েছে মণিপুর সরকার। 

কুস্তি ইভেন্ট থেকে রূপার পদক জেতা রবি...
হরিয়ানা সরকার থেকে পাচ্ছেন ৪ কোটি। 
সেই সঙ্গে তিনি পাচ্ছেন সরকারি চাকরিও। 
বাইজু দেবে এক কোটি টাকা। 
ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় অলিম্পিক সংস্থা থেকেও পাচ্ছেন ৯০ লাখ রুপি। 

ব্রোঞ্জজয়ী কুস্তিগির বজরং পুনিয়া... 
তার রাজ্য হরিয়ানা সরকারের থেকে পাবেন আড়াই কোটি রুপি।
ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় অলিম্পিক সংস্থা থেকেও পাচ্ছেন ৫০ লাখ রুপি। 
এ ছাড়াও বাইজু দেবে এক কোটি রুপি। ​

ব্রোঞ্জ পদকজয়ী লভলিনা বরগোহাই.... 
আসাম সরকারের পক্ষ থেকে পাচ্ছেন ৫০ লক্ষ রুপি এবং সরকারি চাকরি। 
অসম কংগ্রেসের পক্ষ থেকে ব্রোঞ্জজয়ী এই তারকাকে দেওয়া হবে তিন লক্ষ রুপি। 
ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় অলিম্পিক সংস্থা থেকেও পাচ্ছেন ৫০ লাখ রুপি।
এ ছাড়াও বাইজু দেবে এক কোটি রুপি।

ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দল...
এক কোটি ২৫ লক্ষ রুপি দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। 
দলের দুই সদস্য হরিয়ানার খেসুরেন্দ্র কুমার এবং সুমিতকে আড়াই কোটি রুপি করে। 
বাইজু দেবে এক কোটি রুপি। ভারতীয় অলিম্পিক সংস্থা দেবে ২৫ লক্ষ রুপি।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!