• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ব্রাজিল-আর্জেন্টিনার উন্নতি, ব়্যাঙ্কিংয়ে আরো অবনতি বাংলাদেশের


ক্রীড়া ডেস্ক আগস্ট ১২, ২০২১, ০৬:০৪ পিএম
ব্রাজিল-আর্জেন্টিনার উন্নতি, ব়্যাঙ্কিংয়ে আরো অবনতি বাংলাদেশের

ঢাকা: ফুটবলের ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার। ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম।

কোপা আমেরিকার পারফরম্যান্সে তিন নম্বর থেকে দুইয়ে উঠে এসেছে ব্রাজিল। অন্যদিকে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েও আহামরি কোনো উন্নতি হয়নি আর্জেন্টিনার। সাত নম্বর থেকে ছয় নম্বরে উঠে এসেছে মেসির আর্জেন্টিনা। 

৪ ধাপ পিছিয়ে ব়্যাঙ্কিংয়ে এখন ১৮৮ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। ভারত রয়েছে ১০৫ নম্বরে। এদিকে বেলজিয়াম নিশ্চিন্ত থাকলেও ঠিক উল্টো চিত্র ফ্রান্সের।

ইউরোর পারফরম্যান্স ভুলে যেতে চাইবে তারা। যদিও খুব বেশি অবনমন হয়নি তাদের দুই থেকে তিন নম্বরে নেমে গেছে দলটি।  ব়্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। ৫ম অবস্থানে ইংল্যান্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইউরো চ্যাম্পিয়ন ইতালি। 

এর আগে ৯ নম্বরে ডেনমার্ক থাকলেও এখন তা মেক্সিকোর দখলে। ব়্যাঙ্কিংয়ের বড় ধরণের উন্নতি হয়েছে যুক্তরাষ্ট্রের। ২০ থেকে তারা উঠে এসেছে দশে। উরুগুয়ে, নেদারল্যান্ডস, জার্মানি ও ক্রোয়েশিয়ার মতো তারকাবহুল দলগুলো নেই শীর্ষ দশে!

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!