• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

‘তোকে কিছু বললে, আমার সঙ্গে কথা বলতে বলিস’ 


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৪, ২০২১, ০৩:৪৯ পিএম
‘তোকে কিছু বললে, আমার সঙ্গে কথা বলতে বলিস’ 

ঢাকা:  আইপিএলে মুম্বাইয়ের অবিচ্ছেদ্য অংশ ঈশান কিশান। সবশেষ আইপিএল আসরেও করেছেন ৫১৬ রান। এই ফর্ম তাকে জায়গা করে দিয়েছে জাতীয় দলেও। ভারতীয় দলের টি-টোয়েন্টি দলেও এই ব্যাটসম্যান এখন নিয়মিত মুখ।

তার এই সাফল্যের পেছনে রোহিত শর্মাই বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ঈশান। এই ব্যাটসম্যান আরো জানিয়েছেন, আজকের এ অবস্থানে আসার পেছনে রোহিত ভাইয়ের অবদান কম নয়। তিনি আমার উপর ভরসা রেখেছিলেন বলেই এতদূর এগিয়েছি।

আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে রোহিতের প্রশংসা করে ঈশান আরো বলেন, তিনিই আমাকে ঝড়ো ক্রিকেট খেলতে বলেছেন। বড় ভাইয়ের মতো পাশে ছিলেন সবসময়।

উনি আমাকে আমার মতো করে খেলতে বলেছেন। কোনো কিছুর জন্য চিন্তা করতে বলেন না। উনি বলেন, নিজের মতো খেল। তাতে প্রথম বলে ছক্কা মারতে গিয়ে আউট হলেও সমস্যা নেই। 'আর এ ব্যাপারে তোকে কেউ কিছু বলতে এলে আমার সঙ্গে কথা বলতে বলিস'। 

তবে শুধু মারমুখী হতেই নয় সিঙ্গেলস নিয়ে রানের চাকা সচল রাখতেও ঈশানকে পরামর্শ দিয়েছেন রোহিত। বাহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘উনি সবকিছু অনেক সহজ করে দেখেন, বেশি কঠিন করে কিছু বলেন না।

তার কখনো যদি মনে হয় যে আমার ছক্কা মারার পাশাপাশি সিঙ্গেলস নেওয়া উচিত, সেটা উনি আমাকে অনুশীলনের সময়েই বলবেন, ম্যাচের মধ্যে ব্যাট করার সময়ে না। তখন হয়তো তিনি আমাকে বলবেন যে দেখ ঈশান, তুই যখন ইচ্ছা তখন ছক্কা মারতে পারিস, কিন্তু ওভারের বাকি পাঁচ বলে পাঁচটা সিঙ্গেলও তোকে নিতে হবে।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!