• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

‘খ্যাপাটে চেহারার কোহলি বিশ্বকাপ জিতলে কী করবেন’


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৭, ২০২১, ০৫:২২ পিএম
‘খ্যাপাটে চেহারার কোহলি বিশ্বকাপ জিতলে কী করবেন’

ঢাকা: উদযাপনে সবার চেয়ে একটু আলাদা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অন্য কোনো অধিনায়ককে এমন ক্ষ্যাপাটে উদযাপন করতে খুব একটা দেখা যায় না। 

কিন্তু উইকেট পেলে কিংবা ম্যাচ জয়ের পর সবার আগে ক্যামেরার নজর পড়ে কোহলির দিকে। কারণ ব্যতিক্রমী তেজি ও ক্ষ্যাপাটে চেহারার উদযাপনে সবার নজর কাড়েন কোহলি। 

গতকাল লর্ডস টেস্টেও কোহলিকে বারবার দেখা গেছে অমন রূপে। ইংল্যান্ডের একেকটি উইকেটের পতনে ভারতীয় অধিনায়ক মেতে উঠেছেন বাঁধনহারা উদযাপনে। অনেক সময় উইকেট শিকারি বোলারই হয়ে গেছেন যেন পার্শ্বচরিত্র।

লর্ডসে তা দেখে সনি সিক্স টিভিতে ধারাভাষ্যকার হার্শা ভোগলে হাসতে হাসতে বলেন, “এটা অনেকটা অমিতাভ বচ্চনের ‘মাল্টি স্টারার’ সিনেমার মতো, যেখানে তারকা অনেক থাকলেও সব ফ্রেমে দেখা যেত বচ্চনকেই, তিনি নিজের উপস্থিতি জানান দিতেন আলাদা করে ও প্রবলভাবে।”

সঞ্জয় মাঞ্জরেকার তখন যোগ করেন তার ভাবনা। “কোহলির এটা নতুন নয়। বিশেষ করে যখন তিনি তেতে থাকেন, মাঠে তাকে এমনই খ্যাপাটে চেহারায় দেখা যায়। একেকটি উইকেট উদযাপনেই মনে হয় নিজের সব প্রাণশক্তি উজার করে দেন। যেন বিশ্ব জয় করে ফেলেছেন।”

“দলও এতে উজ্জীবিত হয়। অধিনায়ককে এভাবে দেখে সতীর্থদের শরীরী ভাষাও জেগে ওঠে। আমার কেবল মনে হয়, স্রেফ একটি উইকেট উদযাপন যদি এভাবে করেন কোহলি, তাহলে বিশ্বকাপ জিতলে তিনি কী করবেন!”

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!