• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বিদেশেও বসুন্ধরা কিংসের দাপট 


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৯, ২০২১, ০৩:৫১ পিএম
বিদেশেও বসুন্ধরা কিংসের দাপট 

ঢাকা: সদ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। দেশে দাপট দেখানোর পর বিদেশেও দাপট দেখালো ক্লাবটি।

গত রাতে মালদ্বীপের মাঠে মালদ্বীপ চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে তারা জানিয়ে দিয়েছে তাদের দাপট বিদেশেও কমছে না।

দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে বসুন্ধরা নাম লেখানোর পর থেকেই দলটির কোচ স্পেনের অস্কার ব্রুজোন। মালদ্বীপে কোচিং করানোর সুবাদে সেখানকার ফুটবলের অলি গলি তার ভালোই জানা ছিল। কাল সেভাবেই পরিকল্পনা সাজিয়েছিলেন তিনি।

ম্যাচ শেষে এএফসি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ব্রুজোন বলেন ,‘আমরা জানতাম মাজিয়া খেলা তৈরির জন্য মাঠে ফাঁকা জায়গা তৈরি করতে চাইবে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো ৯০ মিনিট আমার দল সঠিক দায়িত্ব পালন করেছে।  আমরা মাজিয়াকে মরিয়া হয়ে খেলার সুযোগ দিয়েছিলাম। তাদের অনেক খেলোয়াড় আক্রমণে উঠে আসে। প্রতি আক্রমণে আমরা অনেক বিপজ্জনক হয়ে উঠি।’

কাল প্রথম দিনে ‘ডি’ গ্রুপের চারটি দলই মাঠে নেমেছিল। বসুন্ধরার সঙ্গে জয় পেয়েছে ভারতের মোহনবাগানও। নিজেদের প্রথম জয়ের পর পরবর্তী রাউন্ডের টিকিট পাওয়ার লড়াইয়ে এগিয়ে গেল জয়ী দুটি দল। 

গ্রুপ পর্বের লড়াইয়ের ছবি এখন পরিষ্কার ব্রুজোনের কাছে ,‘এখন একটা বিষয় পরিষ্কার, আমরা শেষ ম্যাচ পর্যন্ত টুর্নামেন্টে টিকে আছি। মাজিয়া যদি পরবর্তী রাউন্ড খেলতে চায়, তাদের দুটি ম্যাচই জিততে হবে। বেঙ্গালুরুর অবস্থাও তাই। আমরা আর মোহনবাগান যদি দ্বিতীয় ম্যাচ হেরেও যায়, আমরা শেষ ম্যাচ পর্যন্ত টিকে থাকব। এটা দারুণ ব্যাপার।’

২১ আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বেঙ্গালুরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বসুন্ধরা। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!