• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

রশিদ বুঝালেন কতটা ভালোবাসেন আফগানিস্তানকে


ক্রীড়া ডেস্ক আগস্ট ২১, ২০২১, ০৬:১২ পিএম
রশিদ বুঝালেন কতটা ভালোবাসেন আফগানিস্তানকে

ঢাকা: ভয় আর উৎকণ্ঠার মাঝেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আফগানিস্তানের ক্রিকেট। গত বুধবার থেকে কাবুলে অনুশীলন শুরু করেছে দেশটির ক্রিকেট দল।

দলের সঙ্গে অনুশীলন শুরু করেননি দুই বড় তারকা রশিদ খান ও মোহাম্মদ নবী। তারা দুজনেই ‘দ্য হান্ড্রেড’- টুর্নামেন্টে খেলছেন।  

এর আগে গত ১৯ আগস্ট আফগানিস্তানের স্বাধীনতা দিবসেও দেশের পতাকায় মুখ রাঙিয়ে টুইটারে ছবি শেয়ার করে রশিদ লিখেছিলেন, ‘আজ কিছুটা সময় নিয়ে চলুন নিজ দেশের কথা ভাবি। দেশের স্বার্থত্যাগের কথা ভুললে চলবে না। আমরা আশা করি এবং শান্তির জন্য প্রার্থনা করছি। আমরা একটি উন্নত ও একত্রিত দেশের কামনা করি, ইনশাল্লাহ। ’

সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান। প্রাণভয়ে ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর-বাড়ি ফেলে কাবুল ছাড়ছে হাজারও মানুষ। কদিন আগে কাবুলে থাকা নিজের পরিবার নিয়ে শঙ্কার কথা জানিয়ে রশিদ খান টুইটারে জানিয়েছেন, আফগানিস্তান ঘিরে তার চাওয়া একটাই, শান্তি।

তারও আগে নিজ দেশে শান্তি ফেরাতে বিশ্ব নেতাদের কাছে সাহয্যের আবেদন জানিয়ে রশিদ লিখেছিলেন, 'প্রিয় বিশ্বনেতারা, আমার দেশ বিশৃঙ্খলার মধ্যে আছে। শিশু, নারীসহ হাজার হাজার নির্দোষ মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। ঘরবাড়ি ও সম্পত্তি ধ্বংস হচ্ছে, হাজার হাজার পরিবার ঘরহারা হয়ে পড়ছে। এমন বিশৃঙ্খলার মধ্যে আমাদের ছেড়ে যাবেন না। আফগানদের হত্যা করা এবং আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ হোক। আমরা শান্তি চাই। '

শুক্রবার ‘দ্য হান্ড্রেড’-এ ছেলেদের এলিমিনেটর ম্যাচে রশিদ খানের সময়টা ভালো যায়নি। একে তো দল হেরেছে, তার ওপর ১৫ বলে ২৬ রান খরচায় উইকেটশূন্য থাকেন তিনি। এর আগে ব্যাট হাতে ৯ বলে করেন মাত্র ২ রান। তা সত্ত্বেও গালে পতাকা এঁকে মাঠে নামায় সবার নজর ছিল রশিদের দিকেই।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!