• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

বেঙ্গালুরুর বিপক্ষে জিততে পারল না বসুন্ধরা 


ক্রীড়া ডেস্ক আগস্ট ২১, ২০২১, ০৭:২১ পিএম
বেঙ্গালুরুর বিপক্ষে জিততে পারল না বসুন্ধরা 

ঢাকা: এএফসি কাপে শুভ সূচনা করেছিল বসুন্ধরা কিংস। তবে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বেঙ্গালুরুর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশের প্রতিনিধিরা। এই ড্রয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে বসুন্ধরা। 
 
মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে ২-০ গোলে জিতে ‘ডি’ গ্রুপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের চ্যাম্পিয়নরা। তবে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলেন না বিশ্বনাথ ঘোষরা। 

চলতি আসরে প্রথম পয়েন্টের স্বাদ পেল বেঙ্গালুরু এফসি। নিজ দেশের দল মোহন বাগানের কাছে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছিল বেঙ্গালুরু।

২০তম মিনিটে বক্সের একটু বাইরে ফাউলের শিকার হন রবিনিয়ো। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের ফ্রি কিক রক্ষণ দেয়ালে বাধাপ্রাপ্ত হয়। ফের্নান্দেসের ফিরতি শট উড়ে যায় অনেক উপর দিয়ে। ৩২তম মিনিটে ভালো একটি সুযোগ নষ্ট হয় কিংসের। ফের্নান্দেসের জোরালো শট লাফিয়ে উঠে পাঞ্চ করে ফেরান বেঙ্গালুরু গোলরক্ষক গুরপ্রিত সিং সান্ধু।

৪০তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠেছিলেন বেঙ্গালুরুর রোশান সিং। নিখুঁত স্লাইডে বিপদমুক্ত করেন বিশ্বনাথ ঘোষ। ৫৫তম মিনিটে সতীর্থের ছোট পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন রবিনিয়ো। বল গুরপ্রিত সিংয়ের পায়ে লেগে ছুটছিল জালের দিকে। এক ডিফেন্ডার গোললাইন থেকে ব্যাক ভলি করে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত হয়নি। গুরপ্রিত ফের আটকান বল।

৭৩তম মিনিটে বড় বাঁচা বেচে যায় কিংস। ছেত্রির শট পাঞ্চ করে ফেরানোর পর কর্নার পায় বেঙ্গালুরু। কর্নারে আলান এনরিকে কস্তার হেড পোস্টের ভেতরের দিকে লেগে গোললাইনের উপরে পড়ার পর বিপদমুক্ত করেন জিকো। বেঙ্গালুরু খেলোয়াড়রা গোলের জোরালো আবেদন করলেও সাড়া মেলেনি। বাকিটা সময় আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে কিংস।

আগামী মঙ্গলবার গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের আরেক দল মোহন বাগানের মুখোমুখি হবে কিংস।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!