ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে বারিধারার জালে গোলবন্যার উৎসব করেছে শেখ রাসেল। রীতিমতো বারিধারাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে এস বি টিটুর শিষ্যরা।
ওবি মোনেকে, বখতিয়ার দুইশবেকভ জোড়া গোল করেন, এক গোল রুমন হোসেন। উত্তর বারিধারার হয়ে একমাত্র গোলটি পেনাল্টি থেকে করেন সুমন রেজা।
ম্যাচের ২৪ মিনিটের মাথায় ওবি মনেকের গোলে এগিয়ে যায় শেখ রাসেল। ৩৩তম মিনিটে প্রথম গোলে সহায়তাকারী দুইশোবেকভের পেনাল্টি থেকে দেয়া গোলে স্কোরলাইন দ্বিগুণ করে শেখ রাসেল। ঠিক ২ মিনিট পর গোল করে ব্যবধান আরো বাড়ায় রুমন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে খালেকুর জামানের সহায়তায় নিজের দ্বিতীয় গোলের দেখা পান দুইশোবেকভ।
বিরতির পর খেলতে নেমে ৫৭তম মিনিটে এম. আবদুল্লাহর সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন শেখ রাসেলের স্কোরলাইন ৫-০ করেন ওবি মনেকে। এদিকে বিশাল ব্যবধানে পিছিয়ে থাকা বারিধারা গোলের দেখা পায় ৮০তম মিনিটে। পেনাল্টি থেকে গোলটি করেন দলের স্ট্রাইকার সুমন রেজা। এরপর আর কোনো গোল না হলে ৫-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।
২২ ম্যাচে ১০ জয় ৯ হার ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান করছে শেখ রাসেল। অপরদিকে এক ম্যাচ বেশি খেলে ৪ জয় ও ১২ হার ও ৭ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে এগারোতে অবস্থান করছে বারিধারা। এই লিগের শিরোপা নিশ্চিত করে ফেলেছে বসুন্ধরা কিংস।
সোনালীনিউজ/এআর
আপনার মতামত লিখুন :